ওরিও পপস চকোলেট(oreo pops chocolate recie in Bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

এই রেসিপি টি এতটাই সহজ যে যে কোনো বাচ্চা ও বানাতে পারবে। সত্যি বলতে কি আমার ছেলের ই বানানো, আমি সাহায্য করেছি মাত্র। বাচ্চাদের পার্টিতে বা যে কোনো জন্মদিনের উৎসবে অনায়াসে পরিবেশন করা যায়।

ওরিও পপস চকোলেট(oreo pops chocolate recie in Bengali)

এই রেসিপি টি এতটাই সহজ যে যে কোনো বাচ্চা ও বানাতে পারবে। সত্যি বলতে কি আমার ছেলের ই বানানো, আমি সাহায্য করেছি মাত্র। বাচ্চাদের পার্টিতে বা যে কোনো জন্মদিনের উৎসবে অনায়াসে পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ১০ টা ওরিও বিস্কুট
  2. ১৫০ গ্রাম ডার্ক চকোলেট
  3. ১৫০ গ্রাম হোয়াইট চকোলেট
  4. ১ চা চামচ আমন্ড কুচি
  5. ১ চা চামচক্রাশ করা ডার্ক চকোলেট
  6. ১ চা চামচ ক্রাশ করা হোয়াইট চকোলেট
  7. ১০ টা আইসক্রিম স্টিক
  8. ১/২ চা চামচ চকো চিপস
  9. ১/২ চা চামচ পার্ল ড্রপস
  10. ১/২ চা চামচ রেইনবো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। ওরিও বিস্কুট গুলো দু ভাগে ভাগ করে মাঝখানে স্টিক গেঁথে দিতে হবে। আবার বিস্কুট গুলো জুড়ে দিতে হবে।

  2. 2

    একটা প্লেটের ওপর বাটার পেপার বিছিয়ে দিতে হবে। এবার ডাবল বয়লার পদ্ধতিতে ডার্ক, চকোলেট গলিয়ে নিতে হবে। ওরিও বিস্কুট গুলো এই চকোলেটের গোলায় ডুবিয়ে ওপরে আমন্ড কুচি, কোনোটাতে চকোলেট চিপস, কোনোটাতে পার্ল ড্রপস ছড়িয়ে বিছানো বাটার পেপারের ওপর সাজিয়ে ৩, ৪ ঘন্টা ফ্রিজে রাখলেই তৈরী ওরিও পপস চকোলেট।

  3. 3

    একইভাবে হোয়াইট চকোলেট ও গলিয়ে নিয়ে ওরিও বিস্কুট গুলো চুবিয়ে নিয়ে ইচ্ছে মতো সাজিয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ওরিও পপস চকোলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes