ক্ষীর (kheer recipe in bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#JM

এই ক্ষীরটি একদম ট্র্যাডিশেনাল।মাখনের পাশাপাশি ক্ষীর খেতেও ভালবাসতেন কৃষ্ণ ঠাকুর স্বয়ং রাধা রানী শ্রীকৃষ্ণ কে নিজের হাতে ক্ষীর রেঁধে খাওয়াতেন। খুবই সাধারন এবং কম উপকরনে ক্ষীর তৈরি করতেন রাধারানী। আমরা ক্ষীরে অনেক ড্রাইফ্রুটস ব্যবহার করে থাকি কিন্তু শ্রীকৃষ্ণ এলাচের সুগন্ধ ও অতিরিক্ত মিষ্টি ক্ষীরে অপছন্দ করতেন। তাই আজ আমি উনার প্রিয় ক্ষীর ভোগ হিসাবে দিলাম।

ক্ষীর (kheer recipe in bengali)

#JM

এই ক্ষীরটি একদম ট্র্যাডিশেনাল।মাখনের পাশাপাশি ক্ষীর খেতেও ভালবাসতেন কৃষ্ণ ঠাকুর স্বয়ং রাধা রানী শ্রীকৃষ্ণ কে নিজের হাতে ক্ষীর রেঁধে খাওয়াতেন। খুবই সাধারন এবং কম উপকরনে ক্ষীর তৈরি করতেন রাধারানী। আমরা ক্ষীরে অনেক ড্রাইফ্রুটস ব্যবহার করে থাকি কিন্তু শ্রীকৃষ্ণ এলাচের সুগন্ধ ও অতিরিক্ত মিষ্টি ক্ষীরে অপছন্দ করতেন। তাই আজ আমি উনার প্রিয় ক্ষীর ভোগ হিসাবে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
  1. 1/2 কাপচাল
  2. ১ প্যাকেট দুধ
  3. পরিমাণ মত মিছরি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    দুধ জাল বসাতে হবে।

  2. 2

    এবার চাল দিয়ে কম আঁচে ফোটাতে হবে।

  3. 3

    চাল সেদ্ধ হয়ে গেলে ক্রমাগত নাড়তে হবে।

  4. 4

    এবার মিছরি দিতে হবে । আমি অল্প দিয়েছি যেহুতু কৃষ্ণ অল্প মিষ্টি পছন্দ করেন তাই/তোমরা তোমাদের আন্দাজমত দেবে।

  5. 5

    খুব বেশি যেন চাল গলে না যায়। ঘন এবং গাড় হলে ক্ষীর নামিয়ে নিতে হবে।

  6. 6

    ট্র্যাডিশেনাল এই ক্ষীর মাত্র তিনটি উপকরনেই তৈরি হয়ে যায়। তাই জন্মাষ্ঠমীর দিন গোপালকে ভোগে তার প্রিয় ক্ষীর দিতে পারো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes