ক্যারামেল ক্ষীর (caramel kheer recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#dol
দোলের সময় আমরা নানা রকমের পায়েস বা ক্ষীর বানিয়ে থাকি।
এই ক্যারামেল ক্ষীর খেতে খুবই সুস্বাদু হয় আর খুব উপকরণ দিয়ে তাড়াতাড়ি তৈরি ও হয়ে যায়।

ক্যারামেল ক্ষীর (caramel kheer recipe in Bengali)

#dol
দোলের সময় আমরা নানা রকমের পায়েস বা ক্ষীর বানিয়ে থাকি।
এই ক্যারামেল ক্ষীর খেতে খুবই সুস্বাদু হয় আর খুব উপকরণ দিয়ে তাড়াতাড়ি তৈরি ও হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪ জন
  1. ৫০গ্রাম গোবিন্দভোগ আতপ চাল
  2. ৪০০গ্রাম কনডেন্সড মিল্ক
  3. ১লিটার দুধ
  4. ২চা চামচ ঘি
  5. ১০টি কাঠবাদাম

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে কনডেন্স মিল্কের কৌটো টাকে না খুলে প্রসারের মধ্যে দিয়ে ১ঘণ্টা কম আঁচে রেখে দিতে হবে।
    এতে কনডেন্স মিল্ক টা ক্যারামেল হয়ে যাবে।

  2. 2

    এবার একটি পাত্রে সামান্য ঘি দিয়ে দুধ টাকে জাল করে নিতে হবে।

  3. 3

    দুধ জ্বাল হতে হতে আতপ চাল টাকে ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এবার দুধ ফুটে উঠলে ওর মধ্যে আতপ চাল টা দিয়ে দুধ ঘন হওয়া অবধি আর চাল সেদ্ধ হয়ে আসা অবধি কম আঁচে ওটাকে হতে দিতে হবে।

  5. 5

    এবার চাল সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ক্যারামেল করা কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার ভাল করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।

  7. 7

    এবার একটা পাত্রে ঢেলে ওপর থেকে কিছু কাঠ বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

মন্তব্যগুলি

Similar Recipes