তালের কালাকান্দ (taler kalakand recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

#JM

তালের কালাকান্দ (taler kalakand recipe in Bengali)

#JM

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৭-৮ জন
  1. ১কাপ তালের রস
  2. ১/২ কাপ নারকেল কোরা
  3. ১ কাপ ছানাা জল ঝরানো
  4. ৩ টেবিল চামচ দুধ
  5. ১/২কাপ/স্বাদ মত মিল্কমেড ()
  6. ২টেবিল চামচ বাদাম কুচি (ঐচ্ছিক)
  7. ৩ টেবিল চামচ আতপ চাল এক ঘন্টা জলে ভেজানো

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমে ভেজানো চাল, নারকেল কোরা ও ১/২ কাপ ছানা মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে তালের রস টা দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে ঐ পেস্ট টা মেশাতে হবে।

  3. 3

    ভালো করে নাড়তে হব।মিল্কমেড মেশাতে হবে। দুধ মেশাতে হবে।

  4. 4

    সব একসাথে মিশে একটু আঠালো হয়ে এলে বাকি ছানাটা ঝুরো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    অনবরত নাড়তে হবে।যখন শুকিয়ে পাত্রের গা ছেড়ে আসবে তখন নামিয়ে ঠাণ্ডা করতে হবে।উপরে বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    একটু ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে সেট করতে হবে ১ ঘন্টা।তারপর পছন্দ মত সেপে কেটে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes