চিংড়ি দিয়ে পুঁই শাক (Chingri diye pui shak recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

#td
এই রান্নাটি আমি শুক্লা শিল এর থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি।

চিংড়ি দিয়ে পুঁই শাক (Chingri diye pui shak recipe in Bengali)

#td
এই রান্নাটি আমি শুক্লা শিল এর থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রামপুঁই শাক
  2. ২৫০ গ্রাম কুমড়ো
  3. ৪ টে মাঝারি আকারের আলু
  4. ১ টা পেঁয়াজ
  5. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ১/২ চা চামচ জিরা গুঁড়া
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়া
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  9. ৫ টা কাঁচা লঙ্কা
  10. স্বাদ অনুসারেনুন
  11. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  12. ৩০০ গ্রাম চিংড়ি মাছ
  13. ১ চা চামচ চিনি
  14. ৪ টেবিল চামচ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব সবজি আলাদা আলাদা কেটে ধুয়ে নিতে হবে।

  2. 2

    চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে চিংড়ি গুলোকে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    ঐ তেলে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে। এরপর আলু ও কুমড়ো দিয়ে ভাজা ভাজা হলে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে কষাতে হবে।

  5. 5

    এরপর পুঁই শাক দিয়ে কষিয়ে জল দিয়ে দিতে হবে।এবার নুন র চিনি স্বাদ অনুসারে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।

  6. 6

    সব সবজি সেদ্ধ হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    কিছুক্ষন রান্না করে মাখো মাখো নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

Similar Recipes