কচু শাক (Kochu saag recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

কচু শাক (Kochu saag recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জনের জন্য
  1. ৫০০ গ্রাম কচুর শাক
  2. ১০০ গ্রাম ছোলা
  3. ১/২ নারকেল কোরা
  4. স্বাদ মতনুন
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  6. ৫ টা কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ চিনি
  8. ৩ টেবিল চামচসর্ষের তেল
  9. ১/২ চা চামচ কালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কচু শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। ছোলা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ ছোলা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এরপর কোরানো নারকেল দিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে।

  3. 3

    এরপর সেদ্ধ কচু শাক দিয়ে নুন, হলুদ, চিনি দিয়ে কষাতে হবে অল্প আঁচে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে।

  4. 4

    কষাতে কষাতে তেল ছেড়ে এলে গ্যাস বন্ধ করে নারকেল কোরা দিয়ে পরিবেশণ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes