টক ঝাল কচুরি(tok jhal kachori recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#asr
অষ্টমীর দিন বেশিরভাগ মানুষ নিরামিষ বিশেষ করে লুচি, কচুরি অথবা পোলাও খেয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকম কচুরি পেশ করছি। কচুরির পুর টক ও ঝালের মিশেলে তৈরি করেছি সঙ্গে কাজু - কিসমিস দেওয়া ডাল, আমসত্ত্ব - খেজুরের চাটনি ও সন্দেশ পরিবেশন করেছি।

টক ঝাল কচুরি(tok jhal kachori recipe in Bengali)

#asr
অষ্টমীর দিন বেশিরভাগ মানুষ নিরামিষ বিশেষ করে লুচি, কচুরি অথবা পোলাও খেয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকম কচুরি পেশ করছি। কচুরির পুর টক ও ঝালের মিশেলে তৈরি করেছি সঙ্গে কাজু - কিসমিস দেওয়া ডাল, আমসত্ত্ব - খেজুরের চাটনি ও সন্দেশ পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. পুর বানাতে লাগবে:-
  2. ২ টি সিদ্ধ আলু
  3. ২ টেবিল চামচ সেদ্ধ ছোলা
  4. ১/৪ কাপ তেঁতুল ক্বাথ
  5. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  6. ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো
  7. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১ চা চামচ আমচুর পাউডার
  9. ১ টেবিল চামচ কারিপাতা
  10. ১/২ কাপ রোস্টেড কর্নফ্লেক্স
  11. স্বাদ মত নুন
  12. কচুরি বানাতে লাগবে:-
  13. ১ কাপ ময়দা
  14. ১ কাপ আটা
  15. ১ টেবিল চামচ সুজি
  16. ২ টেবিল চামচ ঘি
  17. স্বদ মত নুন
  18. ভাজার জন্য লাগবে:-
  19. ২ কাপ রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে পুরের সমস্ত উপকরণ ভালোকরে মেশাতে হবে।

  2. 2

    এবার আরেকটি পাত্রে আটা, ময়দা, নুন, সুজি, ঘী ও পরিমাণমত জল দিয়ে একটি মণ্ড বানাতে হবে।

  3. 3

    কিছুক্ষন মণ্ড ঢেকে রাখতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে বেলে কচুরির মধ্যে অল্প করে পুর ভরে সাবধানে মুড়ে বেলে নিতে হবে।

  4. 4

    ডুবো তেল দুপিঠ লাল করে ভেজে তুলে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

মন্তব্যগুলি (22)

Dipayan Sadhukhan
Dipayan Sadhukhan @Dipayan
আমার প্রিয় সব ধরনের কচুরি, অসাধারণ

Similar Recipes