চটজলদি বাটার চিকেন উইথ বোন(chatjoidi butter chicken with bone recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

চটজলদি বাটার চিকেন উইথ বোন(chatjoidi butter chicken with bone recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ৩৫০ গ্ৰাম চিকেন
  2. ২ টি টমেটো
  3. ২ টি পেঁয়াজ
  4. ২ চা চামচ রসুন কুচি
  5. ৫ টেবিল চামচ মগজ
  6. ৫ টেবিল চামচ কাজু
  7. স্বাদ মতনুন
  8. ২ চা চামচ আদা কুচি
  9. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুরো
  13. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১ চা চামচ চিনি
  15. ১ চা চামচ কসুরি মেথি
  16. ১/৪ কাপ ফ্রেশ ক্রিম
  17. ১/৪ কাপ টকদই
  18. ১/২ কাপ বাটার
  19. ৪ চা চামচ সাদা তেল
  20. ২ চা চামচ আদা রসুন বাটা
  21. ১ টেবিল চামচ বেসন
  22. ৩ টি শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন,দই,নুন,ধনে জিরে গুরো,লঙ্কাগুরো,বেসন,আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ১-২ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    টমেটো,পিয়াজ,আদা রসুন কুচি,কাজু,মগজ,শুকনোলঙ্কা সব বয়েল করে টমেটোর খোসা ছাড়িয়ে ঠান্ডা করে সব মিক্সিতে ফাইন পেস্ট করে নিতে হবে। স্টক টা আলাদা করে সরিয়ে রাখতে হবে।

  3. 3

    প্যানে বাটার দিয়ে চিকেন গুলো গ্ৰীল করে নিতে হবে।

  4. 4

    প্যানে আরও বাটার দিয়ে মেল্ট হলে কাশ্মীরি শঙ্কাগুরো ও কসুরি মেথি ফোড়ন দিয়ে পেস্ট করা মিক্সটার টা দিয়ে ভাজতে হবে।

  5. 5

    গরমশলাগুরো, ধনে জিরে গুরো,লঙ্কাগুরো,নুন দিয়ে ভাজতে হবে।মশলা ভাজা হলে স্টক,চিনি টা দিয়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    চিকেন গুলো দিয়ে গ্ৰেভি গাঢ় হলে ক্রীম দিয়ে রান্না করতে হবে ৫ মিনিট।

  7. 7

    গ্যাস অফ করে কসুরি মেথি,ক্রীম, বাটার দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes