রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪ জন
  1. ৫০০ চিকেন
  2. ২টো পেঁয়াজ
  3. ৮ -১০কোয়া রসুন
  4. ১" আদা
  5. ১টা টমেটো
  6. ৩-৪ টা কাজুবাদাম
  7. ১/২ চা চামচ চার মগজ
  8. ১/২ কাপ টক দই
  9. ১ চা চামচ আদা রসুন বাটা
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ২ টেবিল চামচ তেল
  12. ২-৩টেবিল চামচ বাটার /মাখন
  13. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  14. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  15. পরিমানমতো গোটা গরম মশলা
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২চা চামচ কসুরি মেথি
  18. ১চা চামচ ধনেপাতা কুচি
  19. ১ চা চামচ ফ্রেশ ক্রিম
  20. ১/২ চা চামচ চিনি
  21. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে অল্প নুন, আদা রসুন বাটা, টক দই ও অল্প কাশ্মিরী লংকা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২০ মিনিট।

  2. 2

    এরপর প্যানে অল্প বাটার গরম করে ম্যারিনেট চিকেন টা কম আচে ফ্রাই করে নিতে হবে। তারপর নামিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর অন্য প্যানে ১ চামচ তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে গন্ধ বের হলে তাতে একে একে পেয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, কাজুবাদাম, চার মগজ দিয়ে অল্প ফ্রাই করে একটু নুন দেব। এরপর অল্প জল দিয়ে সেদ্ধ হতে দেব।

  4. 4

    তার পর নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। তারপর কাশ্মিরী লঙ্কা গুঁড়ো তার মধ্যে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর প্যানে তেল ও ১ টেবিল চামচ বাটার গরম করে মশলার পেস্ট টা দিতে হবে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালো মতো কসাতে হবে তারপর স্বাদমতো নুন ও চিনি দিয়ে দেব।

  6. 6

    এরপর চিকেনের পিস গুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট।

  7. 7

    এরপর ঢাকা খুলে কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, বাকি বাটার ও একটু ফ্রেশ ক্রিম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    তারপর ওপরে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে হবে।আমি বাটার কুলচার সাথে সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnathehomechef
C/o-Chandan Sarkar,Shyampur colony(road no-6) post office- Durgapur-1, pin no-713201, dist-Paschim Barddhaman, WB
cooking is my passion.I love cooking, baking, food photography.
আরও পড়ুন

মন্তব্যগুলি (19)

Similar Recipes