বাটার চিকেন (Butter Chicken Recipe in Bengali)

Subrata Maity
Subrata Maity @cook_26086973

#kreativekitchens
বাটার চিকেন যে কোন প্রান্তের ভারতীয় রেস্তোরাঁর সর্বাধিক জনপ্রিয় খাবার। মশলা ও দই এর মিশ্রণে ম্যারিনেট মাংস পুড়িয়ে মাখানি গ্রেভির সংযোগে তৈরি বাটার চিকেন খুবই সুস্বাদু।
বাড়িতে তৈরীর সহজ পদ্ধতি

বাটার চিকেন (Butter Chicken Recipe in Bengali)

#kreativekitchens
বাটার চিকেন যে কোন প্রান্তের ভারতীয় রেস্তোরাঁর সর্বাধিক জনপ্রিয় খাবার। মশলা ও দই এর মিশ্রণে ম্যারিনেট মাংস পুড়িয়ে মাখানি গ্রেভির সংযোগে তৈরি বাটার চিকেন খুবই সুস্বাদু।
বাড়িতে তৈরীর সহজ পদ্ধতি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 সারভিংস
  1. চিকেন ম্যারিনেট
  2. 500 গ্রামমাংস
  3. 2 কাপজল নিশ্রিত দই
  4. 2 চা চামচআদা রসুন বাটা
  5. 1 কাপসর্ষের তেল
  6. 4 চা চামচশুকনো লঙ্কা বাটা
  7. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. 1 পিসপাতিলেবুর রস
  13. স্বাদ মতোনুন
  14. গ্রেভি উপকরণ
  15. 2 কাপকাজু ও চালমগজ বাটা
  16. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  17. 4/6 পিসলবঙ্গ
  18. 4 পিসএলাচ
  19. 1 ইঞ্চিদারচিনি
  20. 2 টিতেজপাতা
  21. 4 টিপেঁয়াজ
  22. 5 টিটমেটো
  23. 2 চা চামচআদা রসুন বাটা
  24. 1 চা চামচরসুন কুচি
  25. 1 টিপেঁয়াজ কুচি
  26. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  27. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  28. 2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  29. 1 চা চামচজিরে গুঁড়ো
  30. 1 চা চামচধনে গুঁড়ো
  31. 2 চা চামচচিনি
  32. 1 চা চামচকসুরি মেথি
  33. 100 গ্রামমাখন
  34. 1 কাপফ্রেশ ক্রিম
  35. 2 কাপদুধ
  36. 50 গ্রামখোয়া ক্ষীর
  37. 2 টেবিল চামচঘি
  38. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    🔹 প্রথমে মাংস গুলো ভালো করে ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে একে একে দই,আদারসুন বাটা,শুকনো লঙ্কা বাটা,গরম মশলা গুঁড়ো,লঙ্কার গুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,সর্ষের তেল ও লেবুর রস ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় 2-4 ঘন্টা ফ্রিজে রাখুন

  2. 2

    🔹 তার পর মাংসের টুকরো গুলো কাঠিতে বা সিকে গেঁথে গ্রিলার বা তাওয়াতে গ্রিল করে নিন প্রায় 30 মিনিট এর মতো

  3. 3

    🔹 একটা কড়াইতে সাদা তেল ও গোটা গরম মশলা দিয়ে ছোটো করে কাটা টমেটো ও পেঁয়াজ দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প ভেজে সামান্য জল ঢেলে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে মসৃণ করে বেটে নিন।

  4. 4

    🔹 এইবার কড়াইতে অল্প সাদা তেল ও মাখন দিয়ে রসুন কুচি,পেঁয়াজ কুচি, আদারসুন বাটা বাদামী করে ভাজা হলে ওতে টমেটো ও পেঁয়াজ বাটার মিশ্রণ টা ঢেলে কষাতে থাকুন তার পর কাজু চালমগজ বাটা ঢেলে আরো কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ কাঁচা গন্ধ টা না যায় তার পর জল ও দুধ ঢেলে আরো কিছু সময় ফোঁটান। ফুঁটে গেলে ওর মধ্যে কাবাব গুলো ঢেলে চিনি ও স্বাদ মতো নুন খোওয়া ক্ষীর দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করুন। গ্রেভি থকথকে হয়ে গেলে ওর মধ্যে কাসুরি মেথি ক্রিম দিয়ে দিন তার পর আঁচ বন্ধ করে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন তন্দুরি রুটি,নান ও পরোটা সংযোগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subrata Maity
Subrata Maity @cook_26086973

মন্তব্যগুলি (6)

Similar Recipes