বাটার চিকেন মাশালা (butter chicken masala recipe in Bengali)

Riya Mukherjee Mishra
Riya Mukherjee Mishra @Riddhish

বাটার চিকেন মাশালা (butter chicken masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ৩০০ গ্রামচিকেন বোনলেস
  2. ২টেবিল চামচলেবুর রস
  3. স্বাদ মতলবণ
  4. ৩টেবিল চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. ৮ টা মাঝারি টমেটো
  6. ৪টিএলাচ
  7. ২ টোজয়িত্রী
  8. ২চা চামচআদা বাটা
  9. ২চা চামচরসুন বাটা
  10. ২টেবিল চামচটক দই
  11. ১চিমটিকসুরি মেথি
  12. ১টেবিল চামচসর্ষের তেল
  13. ১টেবিল চামচহলুদ গুঁড়ো
  14. ৫০ গ্রামবাটার
  15. ১চা চামচমধু
  16. ৫টেবিল চামচফ্রেশ ক্রিম
  17. ১চা চামচগরম মসলা পাউডার

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে লেবুর রস,কাশ্মীরি লঙ্কা গুরো,লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১ঘণ্টা।

  2. 2

    টমেটো কুচি করে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    অন্যদিকে ম্যারিনেট করা চিকেনে টক দই, ১চা চামচ ১চা চামচ রসুন বাটা ও সামান্য লবণ ও সরষের তেল মাখিয়ে নিতে হবে।

  4. 4

    একটি প্যান গরম করে তাতে বাটার দিয়ে চিকেন এর পিস গুলো ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার অন্য একটি প্যান গরম করে তাতে মাখন দিয়ে এলাচ ও জয়িত্রী ফোড়ন দিতে হবে। সাথে দিতে হবে ১চা চামচ আদা ও ১চা চামচ রসুন বাটা। সাথে সাথে একবার নেরে নিয়ে দিতে হবে টমেটো পেস্ট।

  6. 6

    এবার দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো লবণ ও সামান্য হলুদ গুরো, ঢাকা দিয়ে হতে দিতে হবে কিছুক্ষণ।

  7. 7

    কিছুক্ষণ পর ঢাকা খুলে এক চিমটে কাসুরি মেথি ও মধু দিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আবারও হতে দিতে হবে কিছুক্ষণ।

  8. 8

    এবার গ্রেভি থিক হয়ে আসলে তাতে দিতে হবে ফ্রেশ ক্রীম। নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে২মিনিট। দু মিনিট পর ঢাকা খুলে বাটার ও গরম মসলা পাউডার দিয়ে নামিয়ে নিতে হবে।

  9. 9

    এবার গরম গরম পরিবেশন করতে হবে বাটার চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riya Mukherjee Mishra
আমি রিয়া মুখার্জি মিশ্র। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, নিত্যনতুন রান্না করাটা আসলে আমার কাছে মন ভালো রাখার একটা খোরাক।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes