মাখা সন্দেশ (Makha sandesh recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

মাখা সন্দেশ (Makha sandesh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
2 জন
  1. 1/2 টিনকনডেন্সড মিল্ক
  2. 1 প্যাকেটক্যাডবেরি
  3. 6 টিপান পাতা
  4. 200 গ্রামপনির
  5. 2টেবিল চামচ চিনি
  6. 3টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    পনীর তিন ভাগ করে হাত দিয়ে ভেঙে নিলাম। একভাগে পান থেঁতো করে মিশিয়ে দিলাম। কড়াইতে এই পান মেশানো পনীর, এক চামচ ঘি ও কনডেন্স মিল্ক মিশিয়ে অনবরত নেড়ে একটা মন্ড তৈরি হয়ে গেলে ও আপনা থেকেই পাত্র থেকে উঠে এলে নামিয়ে নিলাম। এই অংশ পানের স্বাদে তৈরি করা হল।

  2. 2

    চিনি ও এক চামচ জল দিয়ে ক্যারামেল বানিয়ে তাতে এক ভাগ পনীর ও কনডেন্স মিল্ক খুব ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে একটা মন্ড তৈরি হয়ে গেলে ও আপনা থেকেই পাত্র থেকে উঠে এলে নামিয়ে নিলাম। এটি ক্যারামেল এর স্বাদ আনবে।

  3. 3

    চকলেট গলিয়ে তার মধ্যে ঘি, পনীরের বাকি অংশ আর কনডেন্স মিল্ক মিশিয়ে অনবরত নেড়ে একটা মন্ড তৈরি হয়ে গেলে ও আপনা থেকেই পাত্র থেকে উঠে এলে নামিয়ে নিলাম। চকোলেট এর স্বাদে সন্দেশ এর মন্ড প্রস্তুত।

  4. 4

    একটু গরম থাকতে থাকতে প্রতিটি ভাগ থেকে সন্দেশ গড়ে নিলাম। পরিবেশনের সময় তিন রকম স্বাদের সন্দেশ একসাথে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes