ম্যাঙ্গো সন্দেশ (Mango Sandesh in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#রথযাত্রা/জন্মাষ্টমী_স্পেশ্যাল
#বিভাগ_3
#ebook_2
আমি এখানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সন্দেশ টা বানিয়েছি।শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে।

ম্যাঙ্গো সন্দেশ (Mango Sandesh in Bengali)

#রথযাত্রা/জন্মাষ্টমী_স্পেশ্যাল
#বিভাগ_3
#ebook_2
আমি এখানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সন্দেশ টা বানিয়েছি।শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপসুজি
  2. 1 কাপলিকুইড দুধ
  3. 1/2 কাপচিনি
  4. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. 2টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  6. 1চিমটিকেশর ফুড কালার
  7. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গ্যাস এ একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে গরম হলে তার মধ্যে সুজি দিয়ে লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে ।

  2. 2

    সুজি ভাজা হয়ে গেলে ওর মধ্যে লিকুইড দুধ দিতে হবে ।নারতে হবে অনবরত ।তার পর ওর মধ্যে চিনি দিতে হবে ।

  3. 3

    নেড়ে নিয়ে ওর মধ্যে গুঁড়ো দুধ টা দিতে হবে ।দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা না বেঁধে যায় ।তারপর কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । পুরো রান্না টাই হবে লো মিডিয়াম ফ্লেমে ।

  4. 4

    সবশেষে ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়ে এক 1চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে ।নেড়ে নেড়ে যখন ডো টা কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে ।

  5. 5

    একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঠাণ্ডা হলে হাতে অল্প ঘি লাগিয়ে ডো থেকে একটু একটু করে নিয়ে আমের আকারে গড়ে নিতে হবে ।ওপরে একটা লবঙ্গ দিয়ে বোঁটা বানাতে হবে । আর একটা পাতা লাগিয়ে দিলেই হয়ে যাবে আম সন্দেশ ।আমি এখানে কারিপাতা ব্যবহার করেছি ।আপনারা চাইলে অন্য কোনো পাতা বা প্লাস্টিকের পাতাও ব্যাবহার করতে পারেন ।

  6. 6

    ব্যাস রেডি ভীষণ টেষ্টি আম সন্দেশ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes