ক্যাপসি চিকেন (Capsi chicken recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#DRC1
ভাইফোঁটা উপলক্ষে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। পোলাও/ফ্রাইড রাইস/ নান/রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে।

ক্যাপসি চিকেন (Capsi chicken recipe in bengali)

#DRC1
ভাইফোঁটা উপলক্ষে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। পোলাও/ফ্রাইড রাইস/ নান/রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 10মিনিট
5 জনের জন্য
  1. 1 কিলোচিকেনের লেগপিস একটু বড় করে কাটা
  2. স্বাদ মতো নুন
  3. 1+1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. 100 গ্রামটক দই
  5. 1 চা চামচচিনি
  6. 2টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. 3টেবিল চামচ আদা-রসুন বাটা
  8. 12-15 টিগোটা গোলমরিচ
  9. 12-15 টিগোটা কাজু
  10. 1/2লাল ক্যাপ্সিকাম সরু করে কাটা
  11. 1/2সবুজ ক্যাপ্সিকাম সরু করে কাটা
  12. 4 টিছোট এলাচ
  13. 6 টিলবঙ্গ
  14. 1 ইঞ্চিদারচিনির টুকরো
  15. 3টেবিল চামচ সাদা তেল
  16. 1টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 10মিনিট
  1. 1

    কাজু, গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা টক দই দিয়ে পেস্ট করে নিন। চিকেনে আদা-রসুন বাটা, বানিয়ে নেওয়া পেস্ট, নুন, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রাখুন। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ক্যাপ্সিকাম কুচি অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখুন।

  2. 2

    কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিন। গ্যাস কমিয়ে কষান। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও চিনি দিয়ে কষান।

  3. 3

    এবার ঢাকনা দিয়ে রাখুন কিছুক্ষণ কম আঁচে। তারপর বাকি ম্যরিনেশানের মশলা দিয়ে কম আঁচে রান্না করুন ঢাকা দিয়ে। মাঝে মাঝে নাড়াচাড়া করুন। সেদ্ধ হয়ে গেলে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এবার একটি পাত্রে চিকেন ঢেলে ওপর থেকে ভাজা ক্যাপ্সিকাম ও মাখন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes