ইডলি (Idli recipe in Bengali)

Shubhosri Banerjee
Shubhosri Banerjee @shubho

ইডলি (Idli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ২ কাপ সেদ্ধ চাল
  2. ২ কাপ বিউলির ডাল
  3. ১/২ কাপ চিঁড়ে
  4. ১/৪ চা চামচ মেথি দানা
  5. পরিমাণ মতোজল
  6. পরিমাণ মতো সাদা তেল
  7. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে সেদ্ধ চাল, চিরে ও বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে আলাদা আলাদা পাত্রে ৭ - ৮ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এর পর একটি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে সেদ্ধ চাল ও চিরে একসাথে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এর পর পেস্ট করতে হবে বিউলির ডাল ও মেথির দানা একসাথে।

  4. 4

    তারপর একটা বড় পাত্রে এই দুটো মিশ্রণকে ঢেলে, ১/২ চা চামচ নুন দিতে হবে। তারপর এটা কে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরো ৬ - ৭ ঘন্টা। ততক্ষনে মিশ্রণটি ফুলে দ্বিগুণ হয়েযাবে।

  5. 5

    তারপর ইডলি মেকারের মধ্যে পরিমাণ মত জল দিয়ে তা ফুটতে দিতে হবে।

  6. 6

    এর পর ইডলি মেকারের দিশ গুলোতে সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটু একটু করে ইডলির মিশ্রণটি ঢেলে দিতে হবে ওই দিশ গুলোতে।

  7. 7

    তারপর দিশ গুলো মেকারের মধ্যে ঢুকিয়ে ১৫ -২০ মিনিট স্টিম করতে হবে।

  8. 8

    ঠাণ্ডা হয়ে এলে একটু, চামচের সাহায্যে বের করে নিতে হবে। ইডলি তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shubhosri Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes