ইডলি (Idli recipe in bengali)

Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341

দক্ষিণ ভারতীয় এই খাওয়ার টি খুব সহজেই বানিয়ে ফেলা যায় বিনা তেলে,,যা শরীরের জন্য খুবই উপকারী।

ইডলি (Idli recipe in bengali)

দক্ষিণ ভারতীয় এই খাওয়ার টি খুব সহজেই বানিয়ে ফেলা যায় বিনা তেলে,,যা শরীরের জন্য খুবই উপকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৫ জন
  1. 1.5 কাপআতপ চাল
  2. 1.5 কাপ সিদ্ধ চাল
  3. 1 কাপবিউলির ডাল
  4. ২ চা চামচ সাদা তেল
  5. ১চিমটিমেথি
  6. ২ চা চামচ নুন

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    এখানে আমি চাল আর ডাল কে ৭-৮ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম।

  2. 2

    এবার মিক্সি তে পিসে নিয়ে (মিক্সি তে পিসে নেওয়ার সময় সামান্য মেথি দিয়ে দিয়েছি,,,মেথি দেওয়ার জন্য ইডলি খুব নরম হয়)সামান্য নুন মিশিয়ে দিয়েছি।

  3. 3

    এবার ঐ পিসে নেওয়া ইডলির মিক্সচার কে ৪-৫ ঘন্টা রেখে দিয়েছি।।।

  4. 4

    এবার ইডলির করার পাত্রে সামান্য তেল মাখিয়ে আগে থেকে পিসে রাখা ইডলির মিক্সচার হাতায় করে ঢেলে দিয়েছি।

  5. 5

    এবার এবার একটা পাত্রে জল গরম বসিয়ে তার মধ্যে ইডলির পাত্র বসিয়ে ঢেকে দিয়েছি।।।।১০ মিনিট পর ঢাকনা খুলে দেখলেই বোঝা যাবে ইডলি হয়ে গেছে।

  6. 6

    এখানে আমি হলুদ ইডলি তে সামান্য হলুদ দিয়েছি,,,লাল টায় টমেটো আর সবুজ টায় ধনেপাতা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341
আমি একজন হোমমেকার,,,ভালোবাসি নতুন নতুন রেসিপি খুঁজে রান্না করতে ,,আর সেই রান্না সুন্দরভাবে পরিবেশন করে সবাই কে খাওয়াতে।
আরও পড়ুন

Similar Recipes