মেথি পরোটা (Methi paratha recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#WV
শীতের শাক সব্জী
শীতকালের মেথি শাক দিয়ে মেথি পরোটা যেমন খেতে দারুণ তেমনই এর উপকারিতা ও প্রচুর।
এই মেথিশাক আমাদের নানা রোগ ব্যাধি থেকে দূরে রাখে, আর শীতকালের টাটকা সবুজ মেথি শাকের তো তুলনাই হয় না।
মেথি শাকে মধ্যে ফাইবার,আয়রন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম রয়েছে,যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজ বানালাম মেথি শাক দিয়ে মেথি পরোটা।

মেথি পরোটা (Methi paratha recipe in bengali)

#WV
শীতের শাক সব্জী
শীতকালের মেথি শাক দিয়ে মেথি পরোটা যেমন খেতে দারুণ তেমনই এর উপকারিতা ও প্রচুর।
এই মেথিশাক আমাদের নানা রোগ ব্যাধি থেকে দূরে রাখে, আর শীতকালের টাটকা সবুজ মেথি শাকের তো তুলনাই হয় না।
মেথি শাকে মধ্যে ফাইবার,আয়রন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম রয়েছে,যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজ বানালাম মেথি শাক দিয়ে মেথি পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
2-3 জন
  1. 1আঁটি মেথি শাকের কচি পাতা
  2. 1/2 চামচজোয়ান
  3. 4-5কোয়া রসুন কুচি
  4. 1" আদা গ্রেট করা
  5. 2 টোকাঁচা লঙ্কা কুচি
  6. স্বাদ মতনুন ও চিনি
  7. 1টেবিল চামচ সাদা তেল
  8. 2 কাপআটা
  9. 1 চা চামচসাদা তেল (ময়ানের জন্য)
  10. প্রয়োজন মতপরোটা ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    প্রথমে মেথি শাক ভাল করে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে।
    এবার কড়াই এ তেল গরম করে,জোয়ান ফোরণ দিয়ে,রসুন, আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে,মেথি শাক কুচি দিয়ে ভাল করে ভাজতে হবে।
    আন্দাজ মত নুন ও চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে,জল একটু শুকিয়ে গেলে,নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে,আটা,এই ভাজা মেথি শাক,অল্প তেল দিয়ে ভাল করে মিশিয়ে,আন্দাজ মত দিয়ে মেখে,কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।

  3. 3

    এবার চাটু গরম করতে দিয়ে,এই মাখা আটা থেকে,লেচি কেটে,গোল করে বেলে নিতে হবে।
    এই পরোটা চাটুতে দিয়ে,প্রথমে শুকনো ভেজে,তার পর অল্প তেল দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর নিজের পছন্দ মত, টমেটো সস,চাটনি,দই কিংবা যেকোন তরকারি র সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes