রোস্টেট চিকেন বিরিয়ানি(Roasted chicken biriyani recipe in bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

#KRC8
রোস্টেট চিকেন।

রোস্টেট চিকেন বিরিয়ানি(Roasted chicken biriyani recipe in bengali)

#KRC8
রোস্টেট চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৩জন
  1. ৪০০গ্রাম চিকেন
  2. ২০০গ্রাম বিরিয়ানি রাইস
  3. ১কাপ পেঁয়াজ কুচি
  4. ২চা চামচ রসুন কুচি
  5. ২টেবিল চামচ আদা বাটা
  6. ১চা চামচ লঙ্কা বাটা
  7. ১/২কাপ জল ঝরানো দই
  8. ১চা চামচ রসুন বাটা
  9. ১চা চামচ দারচিনি গুঁড়া
  10. ১চা চামচ এলাচ গুঁড়া
  11. ১চা চামচ কালো মরিচ গুঁড়া
  12. ১চা চামচ ফুড কালার
  13. ১টেবিল চামচ লেবুর রস
  14. ১/৪কাপ সর্ষের তেল
  15. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়া
  16. ৪টেবিল চামচ রোস্টেট বিরিয়ানি মসলা
  17. ১/৪কাপ ধনে পাতা কুচি
  18. ২টেবিল চামচ গোটা গরম মসলা
  19. ১/৪ কাপ সাদা তেল
  20. ১/৪ কাপ মাখন
  21. ২টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    আগে চিকেন পিস গুলো কে দই,নুন,দারচিনি,লঙ্কা গুঁড়া,সরষের তেল,রসুন বাটা,এলাচ গুঁড়া,লেবুর রস সব কিছু দিয়ে ম্যারিনেট করতে হবে সারা রাত ।

  2. 2

    তেল লাগিয়ে চিকেন পিস গুলো রোস্টেট করতে হবে ।

  3. 3

    রাইস কে ফুটিয়ে নিতে হবে গরমমশালা ও তেল দিয়ে ।

  4. 4

    এবার কড়াই তে তেল দিয়ে সব মশলা,পেঁয়াজ,রসুন বাটা,আদা বাটা,লঙ্কা পেসট,গুঁড়া করা বিরিয়ানি মশলা,রোস্টেট চিকেন দিয়ে নারতে শুরু করতে হবে ।

  5. 5

    এবার অন্য পাত্রে তেল ও মাখন দিয়ে তার উপর ভাত দিয়ে তার উপর মাংস দিয়ে তার উপর আবার ভাত ও মাংস ছড়িয়ে ভাজা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে ।

  6. 6

    তার উপর ফুড কালার,কেওড়া জল,রোজ ওয়াটার ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মুখ বন্ধ করতে হবে ও দম দিতে হবে ১৫মিনিট ।

  7. 7

    দম হয়ে গেলে রাইস নামিয়ে গরম গরম রোস্টেট চিকেন বিরিয়ানি পরিবেশন করতে হবে মিরচ সালানের সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Similar Recipes