চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in bengali)

Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India

#পূজা2020
#ebook2
#পূজা মানেই ভালো খাওয়া দাওয়া। চিকেন বিরিয়ানি পূজার দিনগুলোতে একদিন রাখলে মন্দ হয় না।

চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in bengali)

#পূজা2020
#ebook2
#পূজা মানেই ভালো খাওয়া দাওয়া। চিকেন বিরিয়ানি পূজার দিনগুলোতে একদিন রাখলে মন্দ হয় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০/৫৫ মিনিট
৬ জনের জন্য
  1. ১ কেজি চিকেন
  2. ৩ টি ডিম
  3. ২/৩ চা চামচ বিরিয়ানি মসলা
  4. ১/২ লেবুর রস
  5. ২ টি ক্যাপ্সিকাম
  6. ২ টি টমেটো
  7. ১/২ টি তেজপাতা
  8. ১/২ টি শুকনো লঙ্কা
  9. ১ চা চামচ গোটা জিরে
  10. ২/৩ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ৪/৫ ইঞ্চি দারুচিনি
  14. ৭/৮ টি গোটা গোলমরিচ
  15. ১০/১২ টি লবঙ্গ
  16. ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো
  17. স্বাদমতোলবণ
  18. প্রয়োজন মতো সয়াবিন তেল
  19. ৪/৫ টেবিল চামচ ঘি
  20. ৩/৪ টবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৫০/৫৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে শুঁকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেন গুলো কে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  2. 2

    এরপরে অল্প গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। এরপর চিকেনের জল শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এরপরে আগে থেকে তৈরী করে রাখা ভাত জল ঝরিয়ে নিতে হবে।

  4. 4

    এরপরে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গোল মরিচ,এলাচ ও দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিয়ে ভাত গুলো কে দিতে হবে।

  5. 5

    এরপরে চিকেন দিতে হবে। এখন বিরিয়ানি মসলা, লবণ, চিনি,ঘি ও গরম মসলা ও লেবুর রস দিতে হবে। এখন ডিমগুলো দিতে হবে।

  6. 6

    এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি চিকেন বিরিয়ানি। এরপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India
cooking is my love and passion
আরও পড়ুন

Similar Recipes