রকমারি ফুলকপি (rokomari fulkopi recipe in Bengali)

Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @Sarbani2912

রকমারি ফুলকপি (rokomari fulkopi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 সারভিংস
  1. 1 টিফুলকপি
  2. 1 টিব্রকোলি
  3. 200 গ্রামগাজর
  4. 200 গ্রামসেদ্ধ কড়াইশুটি
  5. 2 টিআলু
  6. 2 টিবড় টমেটো
  7. 4-5 টিচেরা কাঁচালন্কা
  8. 2 চা চামচআদা বাটা
  9. 2 চা চামচরসুন কুচি
  10. 1 টি বড় পেঁয়াজ কুচিয়ে নেওয়া
  11. 1.5চা চামচ জিরে বাটা
  12. 1.5 চা চামচ হলুদ গুড়ো
  13. 1 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  14. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  15. প্রয়োজন মত সর্ষে তেল
  16. 1 চা চামচগোটা জিরে
  17. 2 চা চামচমাখন
  18. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ফুলকপি ও ব্রকোলির ফুল গুলো ছাড়িয়ে গরমজলে ভালোভাবে ধুয়ে ঠান্ডাজলে ধুয়ে জল ঝরানোর জন‍্য রাখুন। আলু ডুমো করে কেটে নিন। গাজর খোসা ছাড়িয়ে গোল চাকতির মতো কাটুন।

  2. 2

    সব সবজি ও টমেটো নুন দিয়ে ভাপিয়ে নিন।

  3. 3

    টমেটোর খোসা ছাড়িয়ে টমেটো ম‍্যাশ করে নিন। এবার জিরে আদা টমেটৌ বাটা 1 চা হলুদ গুড়ো একসাথে সামান‍্য জল দিয়ে মিশিয়ে রাখুন।

  4. 4

    কড়ায় তেল দিয়ে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ ও রসুন কুচি দিন। আঁচ কম করে 2-3 মিনিট ভাজুন। সমস্ত মশলার মিশ্রন দিয়ে সামান‍্য জলের ছিটা দিয়ে 3-4 মিনিট মশলা কষান। এবার ভাপিয়ে রাখা সব সবজি দিন।লাল লন্কা ও বাকি হলুদ গুড়ো দিয়ে সবজি কিছুক্ষন রান্না করুন। সেদ্ধ কড়াইশুটি ও চিরে রাখা কাঁচালন্কা দিন। কিছুক্ষন ঢাকা দিন।

  5. 5

    এবার ঢাকা তুলে প্রয়োজন মতো নুন ও চিনি দিন। গরম মশলা গুড়ো ছড়িয়ে দিন। নামানোর সময়ে মাখন দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarbani Roy Chowdhury

মন্তব্যগুলি

Similar Recipes