জিরা আলু (Jeera aloo recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#alu
আজ নিয়ে আসলাম আমার খুব পছন্দের রেসিপি জিরা আলু ।

জিরা আলু (Jeera aloo recipe in Bengali)

#alu
আজ নিয়ে আসলাম আমার খুব পছন্দের রেসিপি জিরা আলু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
5 জন
  1. 6 টিমাঝারি সেদ্ধ করে রাখা আলু
  2. 1 চা চামচগোটা জিরে
  3. 1/2 চা চামচগোটা ধনে
  4. 2 টিকাঁচা লঙ্কা
  5. 2 চা চামচকুচিয়ে রাখা নাগা ধনেপাতা
  6. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  7. 1/4 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. 1/4 চা চামচহলুদ আর জিরে গুঁড়ো
  9. 2 টেবিল চামচ সর্ষের তেল
  10. 1/4 চা চামচহিং
  11. 2 টেবিল চামচজল

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমে সেদ্ধ করে রাখা আলু ডুমু ডুমু করে টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    একটি কড়াই গরম করে গোটা জিরে আর গোটা ধনে হালকা রোস্ট করে নিতে হবে।

  3. 3

    রোস্টেড জিরে আর ধনী একটি ব্লেন্ডিং যারে গুঁড়ো করে ভাজা মশলা টি তৈরি করে নিতে হবে।

  4. 4

    একই কড়াইতে সরষের তেল গরম করে কিছু গোটা জিরে ফুরন দিতে হবে। তারপর হিং আর ভাজা মসলার গুঁড়ো ফুরনে দিতে হবে।

  5. 5

    এবার টুকরো করে রাখা সেদ্ধ আলু গুলি মিশাতে হবে। দিতে হবে হলুদ, জিরে আর লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।

  6. 6

    এবার কাঁচালঙ্কা টুকরো করে মিশাতে হবে। স্বাদমতো নুন দিতে হবে। সবকিছু একসাথে মিশিয়ে হালকা হালকা ভাজা করে নিতে হবে। এ সময় 2 টেবিল চামচ জল দিতে হবে যাতে করে মসলা গুলি লেগে না যায়।

  7. 7

    এবার দিতে হবে গরম মশলা গুঁড়ো, কুচোনো নাগা ধনেপাতা আর খানিকটা ভাজা মশলা গুঁড়ো। সবকিছু একসাথে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    হয়ে গেলে তৈরি আমাদের জিরা আলু ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

Similar Recipes