পটেটো স্যান্ডউইচ (potato sandwich recipe in bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#er

পটেটো স্যান্ডউইচ (potato sandwich recipe in bengali)

#er

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ -৩ জন
  1. ৩-৪ টে আলু
  2. ৮ স্লাইস ব্রেড
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  5. ১পাকেট ম্যাগি ম্যাজিক মশালা
  6. পরিমাণ মত বাটার /মাখন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে ।
    তারপর তাতে পেঁয়াজ কুচি,লংকা কুচি,নুন আর ম্যাগি ম্যাজিক মশালা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

  2. 2

    তারপর এক পিস ব্রেড নিয়ে তার ওপর মেখে রাখা আলুর পুরটা দিয়ে ওপর দিয়ে আরো একটা ব্রেড দিয়ে চেপে দিয়ে হবে।

  3. 3

    তারপর স্যান্ডউইচ মেকারে বাটার দিয়ে ব্রেডটা দিয়ে তার ওপর দিয়ে আরো একটু বাটার দিয়ে মেকারটা লাগিয়ে গেস জ্বালিয়ে এপিঠ ও পিঠ করে সেঁকে লাল লাল করে নিতে হবে।

  4. 4

    তারপর সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes