কুমড়োর বড়া (Kumrar Bora Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এটা কাঁচা গোল কুমড়োর বড়া, খুব সহজেই ও অল্প কয়েকটি জিনিস দিয়েই এই সুস্বাদু রেসিপি তৈরি করা যায়।

কুমড়োর বড়া (Kumrar Bora Recipe In Bengali)

এটা কাঁচা গোল কুমড়োর বড়া, খুব সহজেই ও অল্প কয়েকটি জিনিস দিয়েই এই সুস্বাদু রেসিপি তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪জন
  1. ২টো বড় টুকরো কুমড়ো
  2. ১ কাপ চালের গুঁড়ো
  3. ৪ টেবিল চামচ বেসন
  4. স্বাদমতোনুন
  5. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ২টো লঙ্কা কুচি
  7. ১ টেবিল চামচ ভাজা গুঁড়ো(জিরে, ধনে লঙ্কা ভেজে গুড়ো করা)
  8. ১/২চা চামচ কালোজিরা
  9. ২চা চামচ ধনেপাতা কুচি(ঐচ্ছিক )
  10. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে কুমরো বড় টূকরো করে কেটে
    কুকারে ১টা সিটিদিতে হবে, ঠান্ডা হলে পাতলা করে পিস করে নিতে হবে।

  2. 2

    এবার একটি বাটিতে ব‍্যাটারের উপরোক্ত সব উপকরন মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব‍্যাটার গুলে নিতে হবে, তবে খুব ঘন হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করতে হবে।কুমরোর গায়ে এই ব‍্যাটার ভালো করে লাগিয়ে ডুবো তেলে এই পকোরা গুলো ভেজে নিতে হবে, এইসময় আঁচ কম থাকবে।

  4. 4

    এই বড়া গুলো গরম ভাত ও ডালের সঙ্গে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes