তাল প্যারাকী(tal paraki recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#MM8
#জন্মাষ্ঠমী স্পেশাল
আমি জন্মাষ্ঠমী স্পেশাল রেসিপিতে তাল প্যারাকী বানিয়েছি | কৃষ্ণঠাকুরের প্রিয় তালের মিষ্টির মধ্যে এই মিষ্টি খেতে বেশ ভাল এবং দেখতেও লোভনীয় |তাল, নারকেলকোরা, দুধ,চিনি ,ময়দা , খোয়াক্ষীর , কাজুও এলাচ গুড়া দিয়ে অতি সহজেই এটি বানানো যায় ।

তাল প্যারাকী(tal paraki recipe in Bengali)

#MM8
#জন্মাষ্ঠমী স্পেশাল
আমি জন্মাষ্ঠমী স্পেশাল রেসিপিতে তাল প্যারাকী বানিয়েছি | কৃষ্ণঠাকুরের প্রিয় তালের মিষ্টির মধ্যে এই মিষ্টি খেতে বেশ ভাল এবং দেখতেও লোভনীয় |তাল, নারকেলকোরা, দুধ,চিনি ,ময়দা , খোয়াক্ষীর , কাজুও এলাচ গুড়া দিয়ে অতি সহজেই এটি বানানো যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩-৪ জন
  1. ১)তালের ক্ষীর বানাতে লাগছে
  2. ১ কাপ তালপাল্প
  3. ১/২ কাপ নারকেল কোরা
  4. ১/২ কাপ ঘন দুধ
  5. ২টি ছোট এলাচ
  6. ২ চা চামচ চিনি
  7. ১চিমটি নুন
  8. ২ চা চামচ কাজু গুঁড়ো
  9. ২ চা চামচ খোয়া ক্ষীর
  10. ২)প্যারাকীর খোল বানাতে লাগবে
  11. ১ কাপ ময়দা
  12. ২ চা চামচ ঘি
  13. ১চিমটিবেকিং সোডা
  14. পরিমাণ মতজল
  15. ৩) প্যারাকীর রস করতে লাগবে
  16. ১ কাপ চিনি
  17. ১ কাপ জল
  18. ২টিএলাচ
  19. ২ চা চামচ লেবুর রস
  20. পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল
  21. ১চিমটি নুন

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ নারকেলকোরা তালপাল্প জ্বাল দিয়ে ঘন হয়ে এলে তাতে ২ চা চামচ চিনি, এলাচ থেঁতো, নুন একটু, কাজু ও ক্ষীর মিশিয়ে ঘন হয়ে এলে তালের পুর তৈরী 1. এটিএরপর ঠান্ডা হতেদিতে হবে|

  2. 2

    এবারপ্যারাকীর খোল বানাতে হবে| ১ কাপ ময়দা,২ চামচ ঘি, নুন ও জলসামান্য দিয়েমাঝারি আকারে ডো বানিয়ে,১০ মিনিট ঢেকে রাখতে হবে|

  3. 3

    জলও চিনি সমপরিমানে নিয়েগ্যাসে বসিয়ে পাতলা রস বানাতে হবে। রস একটু ঠাণ্ডা করে২ চা চামচ লেবুর রস দিতে হবে| যাতে রস জমে না যায় |

  4. 4

    এবার মেখেরাখা ময়দা থেকে লুচির আকারে বেলে পুর ভরেপ্যারাকীর মত গড়ে রাখতে হবে I

  5. 5

    প্যারাকী গড়া হলে গ্যাসে পাত্র বসিয়ে অনেকটা তেল দিয়ে, দরকার হলেসামান্য ঘি মিশিয়ে গরম হলে আঁচ কমিয়ে প্যারাকী ভেজে তুলে নিতে হবে| গরম অবস্থায় রসেছেড়ে ১০ মিনিট রেখে তুলে নিলেই তৈরী জন্মাষ্টমী/ স্পেশাল তালপ্যারাকী |

  6. 6

    পরিবেশন কালে উপর দিয়েকাজুও খোয়া দিয়েমাঝখানে তালক্ষির রেখে এটি গোপালের ভোগ হিসাবে পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes