পালং পনির (palak paneer recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#FF2
এই সপ্তাহের থীম থেকে বেছে নিয়েছি পালং পনির যেটা নিরামিষ একটি রেসিপি। নিরামিষ ডিশ টি আমার পরিবারের সকলের ই খুবই প্রিয়।

পালং পনির (palak paneer recipe in Bengali)

#FF2
এই সপ্তাহের থীম থেকে বেছে নিয়েছি পালং পনির যেটা নিরামিষ একটি রেসিপি। নিরামিষ ডিশ টি আমার পরিবারের সকলের ই খুবই প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. ২ আঁটি (৬০০ গ্রাম)পালং শাক
  2. ২৫০ গ্রামপনির কিউব
  3. ১টি মাঝারি পেঁয়াজ
  4. ২টি মাঝারি টমেটো
  5. ২চা চামচকসুরি মেথি
  6. ১ টেবিল চামচমাখন
  7. ১চা চামচহলুদ গুঁড়ো
  8. ১চা চামচধনে গুঁড়ো
  9. ১/২চা চামচজিরে গুঁড়ো
  10. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  11. ১/২চা চামচগরম মশলা গুঁড়ো
  12. ৫-৬টিরসুন এর কোয়া
  13. ১/২ ইঞ্চিআদার টুকরো
  14. ২টিকাঁচা লঙ্কা
  15. স্বাদ মতনুন
  16. ৩ টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    পালং শাক জলে পরিষ্কার করে ৩/৪ বার ধুয়ে তাতে রসুনের কোয়া, আদার টুকরো, কাঁচা লঙ্কা ও অল্প নুন যোগ করে প্রেসার কুকারে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে গ্যাস বন্ধ করে দিতে হবে। পালং শাকের মধ্যে কোনরকম জল লাগবে না। শাকের নিজস্ব জল বের হবে। প্রেসার কুকার ঠাণ্ডা হলে ঢাকনা খুলে শাক বেটে নিতে হবে খেয়াল রাখতে হবে শাক হাল্কা করে বাটতে হবে। পেঁয়াজ বেটে রেখেছি। গুঁড়ো মশলা নিয়েছি। পনীর কিউব নিয়েছি।

  2. 2

    কড়া তে তেল গরম করে পনীর লাল করে ভেজে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে পেয়াঁজ বাটা ও নুন স্বাদমতো যোগ করে ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো মসলা যোগ করে ৩০ সেকেন্ড কষিয়ে নিয়ে টমেটো বাটা যোগ করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। ৩/৪ মিনিটের মধ্যে কাঁচা গন্ধ ও টমেটোর জল ভাব কেটে যাবে। এবার পালং শাক সিদ্ধ বাটা কড়া তে যোগ করে নাড়াতে হবে তারপর কম আঁচে ৭/৮ মিনিট এর জন্য ।

  3. 3

    পালং শাকের মিশ্রণের জল শুকিয়ে এসেছে মোটামুটি। পনীরের কিউব যোগ করে নাড়িয়ে কম আঁচে ৫/৬ মিনিটের মতো ঢেকে রাখতে হবে। গ্যাস বন্ধ করে দিতে হবে। পরিবেশণ পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন ওপর থেকে মাখন যোগ করে। রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes