বক ফুল ও ধনে পাতার বড়া(bok ful o dhone patar bora recipe in Bengali)

Sanchita Das(Titu)
Sanchita Das(Titu) @sanchita253

#FF3
ভীষণ প্রিয়।শীতের শুরুতে গরম ভাতে সাথে একটা কাঁচা লঙ্কা

বক ফুল ও ধনে পাতার বড়া(bok ful o dhone patar bora recipe in Bengali)

#FF3
ভীষণ প্রিয়।শীতের শুরুতে গরম ভাতে সাথে একটা কাঁচা লঙ্কা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 1 কাপ ধনে পাতা কুচি
  2. 5 টাবক ফুল
  3. 1 টাপেঁয়াজ কুচি
  4. 1 টাকাঁচা লঙ্কা কুচি
  5. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মত নুন
  9. পরিমাণ মত তেল
  10. 1/3চা চামচ কালো জিরে
  11. 4টেবিল চামচ চালের গুঁড়ো
  12. 1 চা চামচকর্ণফ্লাওয়ার ও সুজি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে ধনে পাতা ও পেঁজায় ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে।বক ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা বাটিতে সব উপকরণ এক সঙ্গে ভালো করে মিক্স করতে হবে। একটা বাটিতে শুধু চালের গুড়ো ওসুজি নুন হলুদ দিয়ে ব্যাটার তৈরী করতে হবে।

  3. 3

    ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে মেখে রাখতে হবে 15 মিনিট।

  4. 4

    কড়াই গরম হলে তেল দিয়ের গরম করে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে ধনে পাতা বড়া দিতে হবে।

  5. 5

    একটিকড়াইতে তেল দিয়ে বক ফুল গুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে।এপিঠ ওপিঠ করে।

  6. 6

    ধনে পাতা ও বক ফুল বড়া গুলো ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখতে হবে।গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das(Titu)
Sanchita Das(Titu) @sanchita253
Myself Sanchita Das. Being an assistant teacher , cooking has always been my passion....when i get tired after all day's work, cooking refreshes my mind and it is actually my stress booster . ❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes