গাটির পকোড়া (Gati Pokora Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এই রেসিপিটি আমার নিজস্ব এরকম ভাবে বানালে ও দারুন হয়।

গাটির পকোড়া (Gati Pokora Recipe In Bengali)

এই রেসিপিটি আমার নিজস্ব এরকম ভাবে বানালে ও দারুন হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ১০টি ছোট গাটিকচু
  2. ৪টে লঙ্কা কুচি
  3. ১/২চা চামচ কালোজিরে
  4. ১/২কাপ চালের গুঁড়ো
  5. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ আমচুর গুঁড়ো
  8. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ১টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো
  10. ১চা চামচ লেবুর রস
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মততেল ভাজার জন্যে

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে গাটিকচু গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুপাশে অল্প করে কেটে,(পুরোটা কাটা হবে না) কুকারে অল্প নুন দিয়ে ৫-৬ টা সিটি মারতে হবে, যাতে ভালো গলে যায় সেটা দেখতে হবে।

  2. 2

    এবার এরমধ্যে লঙ্কা,হলুদ, গোলমরিচ গুড়ো,আমচূড় ও লেবুর রস মাখিয়ে ২০ মিনিট মতো রেখে দিতে হবে।

  3. 3

    এবার চালের গুড়োর মধ্যে নুন,লঙ্কা কুচি, লঙ্কাগুড়ো,কালোজিরে,আমচূড় ধনেপাতা কুচি, ভাজা জিরে গুড়ো মিশিয়ে ও অল্প অল্প জল দিয়ে একটা ঘন থকথকে ব‍্যাটার গুলে নিতে হবে, এরমধ্যে ১চামচ তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইয়ে তেল বসিয়ে কচু গুলো হাত দিয়ে চ‍্যাপ্টা করে নিয়ে ব‍্যাটারে চুবিয়ে ডুবো তেলে বেশ লাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    গরম গরম দারুন লাগে, আমি আম আদার চাটনির সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes