চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে প্রিয় মানুষের জন্য বানালাম।

চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে প্রিয় মানুষের জন্য বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 1কেজি বাসমতি চাল
  2. 1কেজি চিকেন
  3. 2 টেবিল চামচআদা বাটা
  4. 3 টেবিল চামচরসুন বাটা
  5. 1 চা চামচজিরা গুঁড়ো
  6. 1চা চামচধনে গুঁড়ো
  7. 1.5 কাপপেঁয়াজ কুচি
  8. 1 কাপবেরেস্তা
  9. 2 প্যাকেটবিরিয়ানি মসলা
  10. 1 চা চামচগোটা গরম মসলা
  11. 1টেবিল চামচঘি
  12. 1টি অপশনালতেজপাতা
  13. পরিমাণ মতসরষের তেল
  14. 1টেবিল চামচ সাদা তেল
  15. 500 গ্রামআলু
  16. আন্দাজ মতনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে চাল টা ধুয়ে নিন ।এরপর হাঁড়িতে জল গরম করে নিন। এরপর গোটা গরম মসলা ও সাদা তেল দিয়ে দিন।

  2. 2

    এরপর জল ফুটে উঠলে চাল টা দিয়ে দিন। 80% সেদ্ধ হয়ে এলে নামিয়ে জল ঝরিয়ে নিন।

  3. 3

    এরপর চিকেন সমস্ত মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।নুন চিনি আন্দাজমতো দিয়ে দিন। 30মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    এরপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন টা দিয়ে ভাল করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ে।

  5. 5

    চিকেন টা সেদ্ধ হয়ে এলে বিরিয়ানি মসলা দিয়ে দিন। এরপর ভাত টা দিয়ে দিন। ঘি দিয়ে দিন।

  6. 6

    এরপর হালকা ভাত আর চিকেন টা মিশিয়ে নিন। তারপর 10মিনিট রেখে দিন ঢাকা দিয়ে।

  7. 7

    তারপর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes