স্টাফড ছানার নোনতা পাঠিসাপটা(Stuffed chanar nonta Patisapta Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এভাবে ও মাঝে মাঝে খেতে ভালো লাগে।

স্টাফড ছানার নোনতা পাঠিসাপটা(Stuffed chanar nonta Patisapta Recipe In Bengali)

এভাবে ও মাঝে মাঝে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪জন
  1. ১/২কাপ ছানা (বানিয়ে নিয়েছি)
  2. ১ চা চামচআদা কুচি
  3. ২টো আলু সেদ্ধ করে রাখা
  4. ১/২ কাপ কড়াইশুটিসেদ্ধ করা
  5. ১০-১২টাকিশমিশ
  6. ৪টে লঙ্কা কুচি
  7. ১টেবিল চামচ চিনেবাদাম
  8. স্বাদ মতনুন
  9. ২ চা চামচ তেল
  10. ১ কাপময়দা
  11. ১/২কাপ সুজি
  12. ২চা চামচ চালের গুড়ো
  13. ২কাপদুধ

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি।

  2. 2

    একটা পাত্রে ময়দা, সুজি, চালের গুড়ো আর দুধ দিয়ে একটা মাঝারি ঘন গোলা গুলে নিতে হবে,এতে নুন মিশিয়ে ২০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ কড়াইশুটি দিয়ে ভাজতে হবে,এরমধ্যে ম‍্যাশ করে নেওয়া আলুসেদ্ধ,ছানা, স্বাদমতো নুন,আদাকুচি, লঙ্কাকুচি দিয়ে ভাজতে হবে,বাদাম ও কিসমিস মিশিয়ে নিতে হবে।

  4. 4

    সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই পুর তৈরি‌।

  5. 5

    এবার প‍্যানে তেল ব্রাশ করে ১ হাতা ব‍্যাটার দিয়ে ভেতরে ছানার পুর দিয়ে মুড়ে পাঠিসাপটার মতো গড়ে নিতে হবে।

  6. 6

    এভাবে সবকটা গড়ে নিলেই তৈরি ছানার পাটিসাপটা।এবার সসের সঙ্গে পরিবেশন করুন পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

মন্তব্যগুলি (12)

Similar Recipes