নোনতা পুলি (Vegetable stuffed  puli pitha recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#WD1
#Week1
আমি বানালাম নোনতা পুলি পিঠা । মিষ্টি খেতে খেতে হাপিয়ে গেলে এভাবে বানিয়ে ফেলুন ফুলকপির নোনতা পুলি । ছোট বেলাতে শীতের দিনে মায়ের বানানো একটা পদ ।

নোনতা পুলি (Vegetable stuffed  puli pitha recipe in bengali)

#WD1
#Week1
আমি বানালাম নোনতা পুলি পিঠা । মিষ্টি খেতে খেতে হাপিয়ে গেলে এভাবে বানিয়ে ফেলুন ফুলকপির নোনতা পুলি । ছোট বেলাতে শীতের দিনে মায়ের বানানো একটা পদ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 -35 মিনিট
12-14 টা
  1. পুলির মন্ড / ডো এর জন্য
  2. 1 কাপচালের গুঁড়ো
  3. 1.5 চা চামচসাদা তেল
  4. 2/3 চা চামচনুন
  5. 1.25কাপ জল
  6. পুরের জন্য
  7. 1 কাপফুলকপি ছোট করে কেটে নেওয়া
  8. 2/3 কাপছোট ছোট টুকরো আলু
  9. 1/4 কাপমটরশুঁটি
  10. 2.5টেবিল চামচ সরিষার তেল
  11. 1/2 চা চামচপাচঁ ফোরণ
  12. 2 চিমটিহিং
  13. 1/2 চা চামচআদা বাটা
  14. 1.5 চা চামচলঙ্কা কুঁচি
  15. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1টেবিল চামচ ধনে, জিরা, মৌরি ভেজে গুঁড়ো
  17. 1/4 কাপধনেপাতা কুচি
  18. 1 চা চামচলেবুর রস
  19. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

30 -35 মিনিট
  1. 1

    কড়াইতে ডো বানানোর জন্য জল গরম বসিয়েছি নুন ও তেল দিয়েছি ।জল ফুটলে চালের গুঁড়ো দিয়ে লো ফ্লেমে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি । 3 মিনিট পরে ঢাকা খুলে ভালো করে নেড়েচেড়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছি আরো 6-7 মিনিট ।

  2. 2

    এবার 5-6 মিনিট ধরে চালের গুঁড়োর কাই টা ভালো করে ডলে নিয়াছি । ছোট ছোট লেচি কেটে নিয়েছি ।একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি ।

  3. 3

    কড়াই গরম করে তেল দিয়েছি ।গরম হলে ফুলকপির টুকরো সামান্য নুন দিয়ে,সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়াছি । বাকি থাকা তেলে পাঁচ ফোরণ, হিং দিয়েছি । একটু নেড়ে নিয়ে আদা ও কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি ভাজার গন্ধ বেরোলে আলুর টুকরো দিয়েছি । নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি,এবার মটর শুটি দিয়ে মটর সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি ।আলু চামচ দিয়ে,একটু ঘেঁটে দিয়েছি । ফুলকপি দিয়েছি,এবার ভাজা মশলা, ধনে পাতা মিশিয়ে 1 মিনিট ঢাকা দিয়েছি । নামানোর আগে লেবুর রস দিয়েছি ।

  4. 4

    মাখা ডো থেকে লেচি কেটে, হাত দিয়ে ঘুড়িয়ে ঘুড়িয়ে বাটির মতো করে, পরিমান মতো তরকারি দিয়ে মুখ বন্ধ করেছি । পুলি র আকারে গড়ে নিয়েছি । আমি মাইক্রো ওভেন এ ইডলি স্ট্যান্ডে একটু তেল ব্রাশ করে 60% / 540* তে 10 মিনিট মাইক্রো করে নিয়াছি ।
    অথবা মোমো র মতো জলের ভাপে বসিয়ে করে নিতে হবে ।

  5. 5

    তৈরি নোনতা পুলি । মিষ্টি চাটনি দিয়ে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes