ছানার নোনতা পোলাও(chanar nonta pulao recipe in Bengali)

Payal Sen
Payal Sen @cook_29096513

#শিবরাত্রির
পুজো শেষেই এই লোভনীয় পোলাওটি দিয়ে উপোস ভেঙে দেয়া হয়।

ছানার নোনতা পোলাও(chanar nonta pulao recipe in Bengali)

#শিবরাত্রির
পুজো শেষেই এই লোভনীয় পোলাওটি দিয়ে উপোস ভেঙে দেয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 250 গ্রামচাল পছন্দমতো
  2. 200 গ্রামছানা
  3. 150 গ্রামঘি
  4. 20 গ্রামগোটা গরম মশলা
  5. 1 চা চামচজিরের গুঁড়ো
  6. 1 চা চামচধনের গুঁড়ো
  7. 1 চা চামচচিনি
  8. 1 চা চামচকালো মরিচ
  9. 200 গ্রামমটরসুটি
  10. 50 গ্রামকাজু
  11. 50 গ্রামকিসমিস
  12. 50 গ্রামকাটবাদাম
  13. 2 চা চামচহলুদ গুঁড়ো
  14. স্বাদ মতলবণ
  15. পরিমাণ মতছানা কাটার জল
  16. 2 চা চামচবেসন
  17. 4 টিচেরি ফল
  18. 2 টিতেজপাতা
  19. 2 টেবিল চামচ নারকেলের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব উপকরণ একসঙ্গে সাজিয়ে রাখলাম।
    আমি মাপ মতন চাল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি।

  2. 2

    সবার প্রথমে ছানার মধে জীরের গুড়ো,হলুদ,লবণ,চিনি ও ধনের গুড়ো মিশিয়ে ছোট ছোট করে গোল করে নিলাম।এবার কড়াই গরম করে তাতে ঘী দিয়ে ছানার বল গুলো ভেজে নিলাম ।

  3. 3

    এবার একে একে মটর সুটি,কাজু,কিসমিস,বাদাম ভেজে তুলে রাখলাম।

  4. 4

    এবার কড়াই তে ঘী দিয়ে গোটা গরম মসলা,তেজপাতা,জীরে ফোড়ন দিলাম ও ভিজিয়ে রাখা চাল দিয়ে নাড়াচাড়া করে হলুদ ও লবণ দিয়ে মিনিট ছয় ভেজে নিলাম।

  5. 5

    এবার ছানার কটার জলটি দিয়ে নেড়ে নিলাম ও লবণ দিয়ে ঢাকা দিলাম।

  6. 6

    এবার জল শুকিয়ে আসলে কাটা চামচ দিয়ে চাল গুলো কে আলগা করে নেড়ে নিয়ে তাতে ছানারা বল ও ভেজে রাখা শুকনো ফল গুলো মিশিয়ে আরো চার মিনিট কম আচে রান্না করে নেবে।

  7. 7

    এবার চেরী ফল ও নারকোলের গুড়ো ছিটিয়ে গরম গরম পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payal Sen
Payal Sen @cook_29096513

মন্তব্যগুলি

Similar Recipes