“পাটশাক ডাল | Pat Shak Diye Masoor Dal|"ঘরোয়া পাটশাক–গ্রামের স্বাদ"

Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka

এই রেসিপিটা আমার নানির কাছে শিখেছি। প্রতি শীতকালে উনি পাটশাক আর ডাল একসাথে মিশিয়ে এই সাদামাটা অথচ দারুণ স্বাদের পদটি রান্না করতেন। এখন আমিও এটা করি পরিবারের জন্য। যারা স্বাস্থ্য সচেতন বা হালকা খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য একদম পারফেক্ট! #PatShak #PatShakDiyeMasoorDal

“পাটশাক ডাল | Pat Shak Diye Masoor Dal|"ঘরোয়া পাটশাক–গ্রামের স্বাদ"

এই রেসিপিটা আমার নানির কাছে শিখেছি। প্রতি শীতকালে উনি পাটশাক আর ডাল একসাথে মিশিয়ে এই সাদামাটা অথচ দারুণ স্বাদের পদটি রান্না করতেন। এখন আমিও এটা করি পরিবারের জন্য। যারা স্বাস্থ্য সচেতন বা হালকা খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য একদম পারফেক্ট! #PatShak #PatShakDiyeMasoorDal

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬-৭ জন
  1. পাটশাক – ২ কাপ (ধুয়ে কেটে রাখা)
  2. কাপমসুর ডাল – ১/২
  3. পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
  4. চা চামচরসুন কুচি – ১
  5. কাঁচা লঙ্কা – ২টি (চিরে রাখা)
  6. কাঁচা লঙ্কা – ২টি (চিরে রাখা)
  7. কাঁচা লঙ্কা – ২টি (চিরে রাখা)
  8. কাঁচা লঙ্কা – ২টি (চিরে রাখা)

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে মসুর ডাল ধুয়ে ১.৫ কাপ পানিতে লবণ ও একটু হলুদ দিয়ে আধা সিদ্ধ করে নাও।

  2. 2

    অন্যদিকে পাটশাক ভালো করে ধুয়ে কুচিয়ে রাখো।

  3. 3

    একটি প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নাও যতক্ষণ না হালকা বাদামি হয়।

  4. 4

    এবার কাঁচা লঙ্কা ও হলুদ দিয়ে একটু ভাজো।

  5. 5

    এরপর পাটশাক দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজো যতক্ষণ না জল ছেড়ে দেয়।

  6. 6

    এরপর আধা সিদ্ধ ডালটি পাটশাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও।

  7. 7

    ৫-৭ মিনিট ঢেকে রান্না করো মাঝারি আঁচে, মাঝেমধ্যে নেড়ে দিও।

  8. 8

    জল কমে এলে নামিয়ে ফেলো।

  9. 9

    পরিবেশন টিপস:
    – গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।
    – চাইলে উপরে একটু ঘি ছড়িয়ে নিতে পারো, স্বাদ বাড়বে অনেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka
আমি একজন সৃজনশীল মানুষ, যার জীবনের এক বিশেষ জায়গা দখল করে আছে রান্না। ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্নার ঘ্রাণ আমাকে মুগ্ধ করত, আর সেই থেকেই শুরু হয় আমার রান্নার প্রতি ভালোবাসা। প্রতিটি রেসিপি আমার কাছে শুধু উপকরণের সমষ্টি নয়, বরং একেকটা গল্প, একেকটা অনুভূতির প্রকাশ। নতুন কিছু শেখা আর নিজের মতো করে পরিবেশন করাই আমার রান্নার আনন্দ। আমি বিশ্বাস করি, ভালো রান্না শুধু পেট নয়, মনও ভরে দেয়।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes