শাহী পনীর

Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

# কুকপ্যাডটার্নস২ এটি ক্রিমি মখমলে একটি বিশেষ মোঘলাই পদ যা বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়।

শাহী পনীর

# কুকপ্যাডটার্নস২ এটি ক্রিমি মখমলে একটি বিশেষ মোঘলাই পদ যা বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রামচৌকো পনীর টুকরো
  2. দেড় কাপচৌকো পেয়াঁজ টুকরো
  3. ১ চা চামচআদা বাটা
  4. ১ চা চামচরসুন বাটা
  5. ১০ টিকাজুবাদাম
  6. ৫ টিআমন্ড
  7. ১ চা চামচতিল
  8. ১ বড় চামচটম্যাটো পিউরি
  9. ১ বড় চামচবেশি টক নয় এমন দই
  10. ৩ টিসবুজ এলাচ
  11. ১ টিছোট দারুচিনি টুকরো
  12. ১ বড় চামচফ্রেশ ক্রিম
  13. উষ্ণ দুধে ভেজানো কয়েকটি কেশর দন্ড
  14. ১ চা চামচকালো গোলমরিচ
  15. ১/৪ চা চামচহলুদ
  16. ১/৪ চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  17. ১ চা চামচকিচেন কিং মশলা
  18. স্বাদমতনুন
  19. ১ চা চামচকাসুরি মেথি গুঁড়ো
  20. ১/২ চা চামচশা জিরা
  21. ১ বড় চামচধনেপাতা কুচি
  22. ৩ বড় চামচরিফাইন্ড তেল
  23. ১ বড় চামচঘী
  24. ১ চা চামচকেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ননস্টিক প্যানে তেল গরম হলে, চৌকো পনীর টুকরোগুলো ভেজে সরিয়ে রাখুন। বাকি তেলে আধা ছেঁচা গরম মশলা ও পেয়াঁজ দিন। আদা ও রসুন বাটা দিন ও ঠান্ডা করে তুলে রাখুন। এবার ভাজা মশলা, তিল ও টক দই দিয়ে বেটে নিন। ঘী দিন ও শা জিরা যোগ করুন। এবার বাটা মশলা, কিচেন কিং মশলা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, টম্যাটো পিউরি ও ফ্রেশ ক্রিম দিন। কাসুরি মেথি গুঁড়ো দিন এবং কষুন যতক্ষন না মশলা থেকে তেল বেরোয়।

  2. 2

    এতে ভাজা পনীর দিয়ে উল্টে নিন। অল্প জল দিন এবং রাঁধতে দিন যতক্ষন না ঝোল ঘন হয়। এতে ভেজানো কেশর ও কেওড়া জল দিন।

  3. 3

    ভাঙা কাজু বাদাম ও ধনেপাতাকুচি দিয়ে সাজিয়ে জিরা রাইস, নান বা তন্দুরি রুটি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

মন্তব্যগুলি

Similar Recipes