মুর্গ মালাই মাখনি

Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

বাটার চিকেন বা মুর্গ মালাই মাখনি উত্তর ভারত ঘরানার একটি বিখ্যাত ও জনপ্রিয় পদ। এর মশলাসমৃদ্ধ ঘন ঝোল সঙ্গে মানানসই মিষ্টতা যেকোন নৈশভোজন মাত করে দেবে। এটি তন্দুরি রুটি, নান ও পরোটা দিয়ে পরিবেশন করুন।

মুর্গ মালাই মাখনি

বাটার চিকেন বা মুর্গ মালাই মাখনি উত্তর ভারত ঘরানার একটি বিখ্যাত ও জনপ্রিয় পদ। এর মশলাসমৃদ্ধ ঘন ঝোল সঙ্গে মানানসই মিষ্টতা যেকোন নৈশভোজন মাত করে দেবে। এটি তন্দুরি রুটি, নান ও পরোটা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০ গ্রামমুর্গি
  2. দেড় বড় চামচআদা বাটা
  3. ১/২ চা চামচরসুন বাটা
  4. ২ বড় চামচটকদই
  5. ২ বড় চামচটম্যাটো পিউরি
  6. ১ বড় চামচসাদাতিল
  7. ১/২ বড় চামচকাসুরি মেথি
  8. ২ বড় চামচফ্রেশ ক্রিম
  9. ১ চা চামচতন্দুরি মশলা
  10. স্বাদমতনুন
  11. ১/২ চা চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  12. ১/৪ চা চামচজোয়ান
  13. ২ টিচারকোল টুকরো
  14. ১ বড় চামচসর্ষের তেল
  15. ১ চা চামচ ঘী
  16. ২ বড় চামচমাখন
  17. ১ বড় চামচরিফাইন্ড তেল
  18. ২-৩ টিকাঁচা লঙ্কা
  19. ৫-৬ টিজলে ভেজানো কাজুবাদাম বা আমন্ডবাদাম
  20. ২ ফোঁটাকমলা লাল খাদ্য রং

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস টকদই, অল্প নুন ও সর্ষের তেল দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করুন। তিলের সঙ্গে আদা-রসুন বাটা, কাজুবাদাম বা আমন্ডবাদমদিয়ে একত্রে বেটে নিন।

  2. 2

    গ্রিল প্যানে তেল ছড়ান এবং মাংসের টুকরোগুলো বাদামী করে ভেজে নিন। গ্যাস স্টোভের ওপর একটি ইস্পাতের বাটিতে ২ টি চারকোল দিন। এই বাটিটি মাংসের মাঝে রাখুন ও এর মধ্যে এক ফোঁটা ঘী দিন, যখন ধোঁয়া বেরোবে ঢেকে দিন। এটা মাংসে একটা ধোঁয়াময় তন্দুরি সুগন্ধ বহন করবে। পশে এবার সরিয়ে রাখুন।

  3. 3

    এরই মধ্যে ননস্টিক প্যানে মাখন গরম করুন এবং জোয়ান ছড়ান, ফাটলে তিল ও কাজুবাদাম বাটা, টম্যাটো পিউরি, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদমত নুন ও কাসুরি মেথি দিন। ভাজুন এবং এতে ধোঁয়াময় মুরগির টুকরোগুলো দিন ও উল্টে নিন। এতে ফ্রেশ ক্রিম ও এক চিমটে খাদ্য রং দিন। প্রয়োজন হলে অল্প জল দিন ও ঢিমে আঁচে রাধুন। ফ্রেশ ক্রিম ও কাঁচা লঙ্কা দিয়ে সাজান। পরোটা, বাটার নান বা তন্দুরি পরোটা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

মন্তব্যগুলি

Similar Recipes