ভুনি খিচুড়ি

Tamali Rakshit
Tamali Rakshit @cook_12061179

#আনন্দমুখরবর্ষা বর্ষার অত্যাধিক পরিচিত বাঙালি পদ খিচুড়ি। সাধারণ খিচুড়ির শুষ্ক সংস্করণ ভুনা খিচুড়ি। এই পদটি ভীষণ সুস্বাদুকর।

ভুনি খিচুড়ি

#আনন্দমুখরবর্ষা বর্ষার অত্যাধিক পরিচিত বাঙালি পদ খিচুড়ি। সাধারণ খিচুড়ির শুষ্ক সংস্করণ ভুনা খিচুড়ি। এই পদটি ভীষণ সুস্বাদুকর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ কাপগোবিন্দভোগ বা বাসমতি চাল
  2. ২ কাপমুগ ডাল
  3. ১০ কাপগরম জল
  4. ২ চা চামচআদা বাটা
  5. ৩-৪ টিকাঁচা লঙ্কা কুচি
  6. ২ চা চামচজিরা গুঁড়ো
  7. দেড় চা চামচহলুদ গুঁড়ো
  8. ২-৩ বড় চামচচিনি স্বাদমত
  9. নুন স্বাদমত
  10. আধা চা চামচগরম মশলা গুঁড়ো
  11. ৩-৪ বড় চামচঘী
  12. ২০-২২টিকাজুবাদাম
  13. ১/৩ কাপকিসমিস
  14. ১ বড় চামচরিফাইন্ড তেল
  15. ফোরণ এ লাগবে :-
  16. ২ টি তেজপাতা
  17. ৩-৪ টিসবুজ এলাচ
  18. ৩-৪ টিলবঙ্গ
  19. ১ ইঞ্চিদারুচিনি
  20. আধা চা চামচগোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    শুকনো খোলায় মুগ ডাল হালকা বাদামী করে ভেজে আধা ঘন্টা জলে ভিজিয়ে নিন।

  2. 2

    আধা ঘন্টা পর,ডাল ভালো করে ধুয়ে অতিরিক্ত জল ঝরিয়ে সরিয়ে রাখুন।

  3. 3

    এবার চাল ধুয়ে রাখুন, অতিরিক্ত জল ঝরিয়ে সরিয়ে রাখুন।

  4. 4

    এবার ধোয়া চাল, ডাল, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, ঘী, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে তুলে রাখুন।

  5. 5

    পুরু কড়াইতে তেল গরম করুন।

  6. 6

    এতে তেজপাতা,এলাচ,দারুচিনি,লবঙ্গ ও গোটা জিরা ফোরণ দিন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

  7. 7

    এবার কাজু বাদাম ও কিসমিস বাদামী করে ভাজুন।

  8. 8

    এবার এতে চাল-ডাল এর মিশ্রণ মেশান এবং মাঝারি আঁচে ৬-৭ মিনিট রাঁধুন।

  9. 9

    গরম জলে সেদ্ধ করুন।

  10. 10

    গ্যাস বন্ধ করুন এবং ১২-১৫ মিনিট বা যতক্ষন না জল শুকিয়ে যায়, কড়াই ঢেকে রাখুন।

  11. 11

    যদি প্রয়োজন হয়, নাড়ুন।

  12. 12

    এবার ঢাকা খুলে চিনি ও গরম মশলা গুঁড়ো দিন। ঢাকনা খুলে দিন,ভালো করে মিশিয়ে নিন। ঢিমে আঁচে ১-২ মিনিট নেড়ে নিন আরেকবার।

  13. 13

    ১-২ মিনিট পর গ্যাস বন্ধ করুন এবং কড়াই ঢেকে নিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।

  14. 14

    ১০ মিনিট পর কড়াই ঢাকনা খুলে নিন এবং গরমাগরম ভুনি খিচুড়ি পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamali Rakshit
Tamali Rakshit @cook_12061179

মন্তব্যগুলি

Similar Recipes