ভুনা খিচুড়ি (Bhuna khichuri recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#পৌষপার্বন / সরস্বতী পূজো

সরস্বতী পূজো খিচুড়ি ছাড়া ভাবাই যায় না । বাড়িতে স্কুলে সব জায়গায় খিচুড়ি হয় এইদিন। এটির রেসিপি তাই আজ সবার সাথে ভাগ করে নিচ্ছি।

ভুনা খিচুড়ি (Bhuna khichuri recipe in bengali)

#ebook2
#পৌষপার্বন / সরস্বতী পূজো

সরস্বতী পূজো খিচুড়ি ছাড়া ভাবাই যায় না । বাড়িতে স্কুলে সব জায়গায় খিচুড়ি হয় এইদিন। এটির রেসিপি তাই আজ সবার সাথে ভাগ করে নিচ্ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3জন
  1. 1 বাটিগোবিন্দভোগ চাল
  2. 1 বাটিমুগ ডাল
  3. 2টেবিল চামচ সর্ষের তেল
  4. 2 টিশুকনো লঙ্কা
  5. 2 টিতেজপাতা
  6. 1 চা চামচগোটা জিরা
  7. 1 টিআলু
  8. 1 টিগাজর
  9. প্রয়োজন মতো কয়েকটি বিন্স
  10. 1 টিটমাটো
  11. 1 চা চামচহলুদ গুড়ো
  12. 1 চা চামচআদা বাটা
  13. 1 চা চামচজিরে গুড়ো
  14. 1 চা চামচগরম মসলা
  15. স্বাদমতোনুন ও চিনি
  16. 1 চা চামচঘি
  17. 2টেবিল চামচ বাদাম কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে সব সব্জি কেটে ধুয়ে গুছিয়ে নিতে হবে। চাল ও ডাল ধুয়ে রাখতে হবে । কড়াইতে তেল গরম করে বাদাম কিসমিস ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপর ঐ তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু গাজর বিনস্ নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে টমাটো দিয়ে নেড়েচেড়ে আদা বাটা, জিরে গুড়ো ও গরম মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে চাল ও ডাল মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে, চাল ও ডাল মিলিয়ে যতটা পরিমাণ নেওয়া হয়েছে তার দ্বিগুণ জল দিতে হবে । আমি 1বাটি চাল ও 1বাটি ডাল নিয়েছি তাই চার বাটি জল দিয়েছি।

  5. 5

    এর মধ্য স্বাদমতো নুন ও চিনি দিয়ে, বাদাম কিসমিস মিশিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 10মিনিট রান্না করতে হবে । 10মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার 5মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে । জল শুকিয়ে গেলে ঘি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষন রেখে দিলেই তৈরী সুস্বাদু ভুনা খিচুড়ি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (8)

Similar Recipes