পেঁয়াজকলি -আলুর   তরকারি

Polly Basu
Polly Basu @cook_11880362

এটি নিরামিষ রেসিপি অতি সুস্বাদু রান্না

পেঁয়াজকলি -আলুর   তরকারি

এটি নিরামিষ রেসিপি অতি সুস্বাদু রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিটে
4জন
  1. 500 গ্রাম পেঁয়াজকলি(পিস করে কেটে রাখা)
  2. 3 টে আলু (লম্বা সরু পিস করে কাটা)
  3. 1/2 চা চামচ হলুদের গুঁড়ো
  4. 1 চা চামচ লংকা গুঁড়ো
  5. 1 চা চামচ গরম মসলা গুঁড়ো
  6. 1/2 চা চামচ কালোজিরা
  7. পরিমাণ মতো সরিষার তেল
  8. পরিমাণ মতো নুন
  9. পরিমাণ মতো জল সবজি ধোয়ার জন্য
  10. 4 টে কাঁচা লংকা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিটে
  1. 1

    প্রথমে সবজি গুলো ধুয়ে নিতে হবে । কড়াই তেল দিয়ে ওভেন জালিয়ে বসাতে হবে । তেল গরম হলে কালো জিরা ফোড়ন দিতে হবে । এবার আলু দিয়ে দিতে হবে । হলুদ গুঁড়ো ও লংকা গুঁড়ো দিতে হবে ।

  2. 2

    নাড়তে হবে । খানিক বাদে পেঁয়াজ কলি দিয়ে দিতে হবে । নাড়তে হবে বেশি তাপে, তারপর গরম মসলা গুঁড়ো দিয়ে দিতে হবে । এর পর কাঁচা লংকা চিরে দিতে হবে । নাড়তে হবে । নুন দিতে হবে । জল দেবার প্রয়োজন নেই । এবার ঢিমে আঁচ এ রাখতে হবে হয়ে গেলে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Polly Basu
Polly Basu @cook_11880362

মন্তব্যগুলি

Similar Recipes