চিংড়ি মাছের মালাইকারি

Soma paul
Soma paul @cook_12262696

চিংড়ি মাছের মালাইকারি একটি অতি উৎকৃষ্ট পদ প্রায় সারা ভারতবর্ষে সমান সমাদৃত।

চিংড়ি মাছের মালাইকারি

চিংড়ি মাছের মালাইকারি একটি অতি উৎকৃষ্ট পদ প্রায় সারা ভারতবর্ষে সমান সমাদৃত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭-৮টি গলদা চিংড়ি
  2. ১ টি পেঁয়াজ বাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  6. ১ কাপ নারকেল বাটা
  7. ১ কাপ নারকেলের দুধ
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ গোটা জিরে
  10. ১ টি তেজপাতা
  11. ১ টি ছোট এলাচ
  12. ১ টি দারচিনি টুকরো
  13. ২ টি লবঙ্গ
  14. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  15. প্রয়োজন অনুযায়ী তেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ধুয়ে পরিষ্কার করে নিন এবং নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিন

  3. 3

    মাছ গুলো দিয়ে হালকা করে ভেজে নিন

  4. 4

    এবারে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন

  5. 5

    আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন, সেদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে নিন

  6. 6

    লাল লঙ্কার গুঁড়ো ও নারকেল কোরানো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিন

  7. 7

    নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিন

  8. 8

    তেল ভেসে উঠলে চিনি, গরম মসলা গুঁড়া ও ঘি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma paul
Soma paul @cook_12262696

Similar Recipes