চকলেট মগ কেক #ডেজার্টরেসিপি

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

২ মিনিটে কেক বানিয়ে ফেলা যায় । আমার এই রেসিপিটা মাত্র দুই মিনিটের । বাচ্চারা কখনো সখনো কেক খেতে বায়না করে তখন আমরা মায়ের মাত্র দুই মিনিটে এই রকম কেক বানিয়ে দিতে পারি । এই কেক বেক করতে হয়না নরমাল মাইক্রো ওভেন এ ১০০% মোডে করা যায় ।

চকলেট মগ কেক #ডেজার্টরেসিপি

২ মিনিটে কেক বানিয়ে ফেলা যায় । আমার এই রেসিপিটা মাত্র দুই মিনিটের । বাচ্চারা কখনো সখনো কেক খেতে বায়না করে তখন আমরা মায়ের মাত্র দুই মিনিটে এই রকম কেক বানিয়ে দিতে পারি । এই কেক বেক করতে হয়না নরমাল মাইক্রো ওভেন এ ১০০% মোডে করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ মিনিট
১ জন
  1. ২ চামচ ময়দা (গোল সবুজ চামচের)
  2. ২চা চামচ গুঁড়ো চিনি (গোল সবুজ চামচের)
  3. ১ টা ডিম
  4. ২চা চামচ কোকো পাউডার (গোল সবুজ চামচে)
  5. ২চা চামচ গলানো বাটার (গোল সবুজ চামচের)
  6. ২চা চামচ চকলেট সিরাপ (গোল সবুজ চামচের)
  7. ২ চা চামচ দুধ (গোল সবুজ চামচের)
  8. ১/২ চামচ বেকিং পাউডার (স্টিলের চামচের)

রান্নার নির্দেশ সমূহ

২ মিনিট
  1. 1

    প্রথমে আমি বোলে নিচ্ছি আমি এই রেসিপির জন্যে দুটো চামচ ব্যাবহার করেছি তার ছবি নিচে দিলাম । সবুজ চামচে মাপে সব কিছু দিয়েছি শুধু স্টিলের চামচের মাপে বেকিং পাউডার দিয়েছি । তোমরাও এই রকম মাপে সব কিছু দেবে ।

  2. 2

    মাইক্রোওভেনে ব্যাবহার করা যায় সেই রকম একটা মগ কাপ নিলাম তারমধ্যে গুঁড়ো চিনি আর বাটার নিলাম আর ভালোকরে ফ্যাটিয়ে নিলাম দুটো জিনিস ।

  3. 3

    তারপর তারমধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম ।

  4. 4

    ডিম টাও ওর সাথে ভালো করে ফ্যাটিয়ে নিলাম ।

  5. 5

    তারপর তারমধ্যে দুই চামচ ময়দা আর আধা চামচ বেকিং পাউডার দিলাম ।

  6. 6

    ময়দা ভালো করে মেশালাম ডিম, চিনি আর বাটার এর সাথে । আর তারমধ্যে দুই চামচ দুধ ও মেশালাম ।

  7. 7

    এইবার তারমধ্যে দুই চামচ করে চকলেট সিরাপ আর কোকো পাউডার দিলাম ।

  8. 8

    সব কিছু ভালো করে ফ্যাটিয়ে নিলাম যাতে কোনো গাঁট না থাকে ।

  9. 9

    এইবার মগ টাকে মাইক্রোওভেন এর মধ্যে বসিয়ে দিলাম । আর নরমাল ১০০% মোডে (যেখানে আমরা খাবার গরম করি নরমাল মোড যেটা হয় ওভেনের) ২ মিনিট এর জন্য চালিয়ে দিলাম ।

  10. 10

    ২ মিনিট পর ওভেন থেকে মগ টা বারকরে নিলাম । দেখতে পাচ্ছি কেক তৈরি হয়েগেছে ।

  11. 11

    এইবার একটা প্লেট নিয়ে কেকের মগ টা প্লেটর মধ্যে উল্টে দিলাম । তাহলেই মগ থেকে কেকে বারহয়ে যাবে ।কেকের উপর একটু চিনির ছরিয়ে সাজিয়ে দিলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes