গোবিন্দ ভোগ চালের পায়েস

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

এই মিষ্টান্ন টি সবারই জানা, খুব পরিচিত ও প্রচলিত খাবার।

গোবিন্দ ভোগ চালের পায়েস

এই মিষ্টান্ন টি সবারই জানা, খুব পরিচিত ও প্রচলিত খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ১ ঘন্টা
৩ জনের জন্য
  1. ১৫০ গ্রাম গোবিন্দ ভোগ চাল(আতপ)
  2. ১কিলো ৫০০ গ্রাম দুধ
  3. ২০০গ্রাম মিছরি
  4. ২০০ গ্রাম বাতাসা
  5. ১ চা চামচ ঘি
  6. ৫০ গ্রাম কাজু
  7. ৫০ গ্রাম কিসমিস
  8. ৪/৫ টি এলাচ

রান্নার নির্দেশ সমূহ

সময় ১ ঘন্টা
  1. 1

    প্রথমে দুধ ঘন করে জ্বাল দিয়ে নিন। চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।কিসমিস জলে ভিজিয়ে রাখুন।

  2. 2

    এবার প্যানে ঘি দিন, ঘি গরম হলে চাল দিয়ে একটু ভেজে নিন।

  3. 3

    এবার দুধ দিয়ে দিন, দিয়ে ঢিমে আঁচে নাড়তে থাকুন।

  4. 4

    এবার যখন প্রায় চাল সেদ্ধ হয়ে আসবে তখন মিছরি ও বাতাসা দিয়ে দিন।

  5. 5

    ভালো করে নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে।

  6. 6

    এবার মিছরি ও চিনি গলে গিয়ে ঘন হয়ে এলে এলাচ গুড়ো, কাজু বাদাম ও কিসমিস দিয়ে নামিয়ে নিন।

  7. 7

    তৈরি হয়ে গেল চালের পায়েস। শীতকালে নতুন গুড় দিয়ে করলে খেতে আরও বেশি ভালো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes