মেদু বড়া

Mithu Majumder
Mithu Majumder @cook_13313653
India, Kolkata

#জলখাবারেররেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার। ছোট বড় সবার জন্য খুবই উপযোগী এই মেদু বড়া।

মেদু বড়া

#জলখাবারেররেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার। ছোট বড় সবার জন্য খুবই উপযোগী এই মেদু বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫জন
  1. ১ কাপ(ঊরদ ডাল) বিউলির ডাল ভালো করে ধুয়ে সাত আট ঘণ্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।
  2. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  3. ১চা চামচ আদা কুচি
  4. ৪টে গোটা গোলমরিচ
  5. ১০টা কারি পাতা
  6. স্বাদমতো লবণ
  7. ১টেবিল চামচ কোরানো নারকেল
  8. ১৫০ গ্রাম রান্নার তেল
  9. নারকেলের চাটনির উপকরণ:
  10. ১ এক কাপ কোরানো নারকেল
  11. ২টি কাঁচা লঙ্কা
  12. ১/২ চা চামচ গোটা সরষে
  13. ২ টি শুকনো লঙ্কা
  14. ৬ টি কারি পাতা
  15. ১/২ চা চামচ হিং
  16. ১ চা চামচ গোটা বিউলির ডাল
  17. স্বাদমতো লবণ
  18. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ডালের জল ঝরিয়ে ওই বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ডালের ওই মিশ্রণের মধ্যে মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা কুচি ও আগে থেকে কুরিয়ে রাখা এক চামচ নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালের এই মিশ্রণে আন্দাজ করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হবার পর, দুটি হাত ভালো করে জলে ভিজিয়ে নিয়ে, ওই ডাল এর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে মেদুবড়ার আকার দিয়ে করাইতে ছাড়তে হবে। সোনালী রঙ ধরা অবধি বড়া গুলোকে ভাল করে ভাজতে হবে। ভালোভাবে বড়া গুলি ভাজা হবার পর একটা প্লেটে তুলে নিতে হবে।

  3. 3

    কোরানো নারকেল, কাঁচা লঙ্কা,আদা কুচি সব একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এবার কড়াইতে ১টেবিল চামচ তেল দিয়ে, তেল ভালো করে গরম হবার পর তার মধ্যে এক এক করে ১/২ চা চামচ বিউলির ডাল, সরষে, গোটা শুকনো লঙ্কা, হিং ও কারি পাতা ফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে নারকেলের পেস্ট এর মধ্যে এই ফোড়নটি ঢেলে দিতে হবে।এর মধ্যে সামান্য নুন ও চিনি মিশিয়ে নিতে হবে। এই নারকেলের চাটনি দিয়ে মেদুবড়া পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithu Majumder
Mithu Majumder @cook_13313653
India, Kolkata
Love to cook🍝🍛.Good Food~Good Mood❤ insta handle @appetite_foody
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes