বাদাম কি চাটনি(badam chatni recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#cookpadTurns4
যদি বাড়িতে নারকেল না থাকে তাহলে ধোসার সাথে খাওয়ার জন্য এরকম সুস্বাদু বাদামের চাটনি দারুন লাগবে।

বাদাম কি চাটনি(badam chatni recipe in Bengali)

#cookpadTurns4
যদি বাড়িতে নারকেল না থাকে তাহলে ধোসার সাথে খাওয়ার জন্য এরকম সুস্বাদু বাদামের চাটনি দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2/3 জন
  1. 50 গ্রামবাদাম
  2. 1 ইঞ্চিআদা
  3. 1 চামচছোলার ডাল
  4. 4/5 টিকাঁচা লঙ্কা
  5. 4/5 টিকারি পাতা
  6. স্বাদমতোলবণ
  7. পরিমাণমতোজল
  8. 2 টেবিল চামচসর্ষের তেল
  9. 1 টেবিল চামচ কালো সর্ষে
  10. 6/7 টিকারি পাতা
  11. 1 চা চামচবিউলির ডাল
  12. 2 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে বাদামগুলো শুকনো খোলায় ভাল করে ভেজে খোসা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    আমি এখানে ছোলার ডাল তিন-চার ঘণ্টা ভিজিয়ে রেখেছি। আছে চারটি কাঁচালঙ্কা ও 5/6 টি কারি পাতা।

  3. 3

    এবার আমি সবগুলো মিক্সি র মধ্যে ভরে স্বাদমতো লবণ দিয়ে,অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।

  4. 4

    এবার একটি তরকা প্যান নিয়ে তার মধ্যে সরষের তেল, দুটি শুকনো লঙ্কা, এক চামচ বিউলির ডাল, ৬/৭ টি কারি পাতা ও ১ চামচ সরষে দিয়ে গরম করে সেটি চাটনির উপড়ে ঢেলে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি বাদাম কি চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes