হেলদি চিকেন স্যুপ(healthy chicken soup recipe i Bengali)

Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা

#শীতকালীনস্যুপ
স্বাস্থ্যকর খাবার তালিকায় একটি উপযুক্ত খাবার হল স্যুপ ,যা ছোট বড় সকলের পছন্দের। এই স্যুপটি সকলের জন্যই উপযোগী এবং খুবই সুস্বাদু।

হেলদি চিকেন স্যুপ(healthy chicken soup recipe i Bengali)

#শীতকালীনস্যুপ
স্বাস্থ্যকর খাবার তালিকায় একটি উপযুক্ত খাবার হল স্যুপ ,যা ছোট বড় সকলের পছন্দের। এই স্যুপটি সকলের জন্যই উপযোগী এবং খুবই সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১ জন
  1. 1/2 কাপগাজর,বিন্স ক্যাপ্সিকাম কুচি
  2. 100 গ্রাম চিকেন
  3. 1/2 চা চামচমাখন
  4. 2 টেবিল চামচ ওটস্
  5. 2কোয়া রসুন
  6. 1 টা ছোট পেঁয়াজ
  7. ৪ টি গোটা গোলমরিচ
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. পরিমাণ মতজল
  10. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াইয়ে হাফ চা চামচ মাখন দিয়ে তাতে দু'কোয়া রসুন কোচানো, পিয়াজ কুচি,চারটে গোলমরিচ, স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে তাতে মাংস দিয়ে দিতে হবে। ৫ থেকে ৭মিনিট অল্প আঁচে ঢেকে রেখে রান্না করতে হবে। তারপর মাংসের মধ্যে সব সবজি, স্বাদমতো লবণ, পরিমাণমতো জল দিয়ে ফোটাতে হবে। জল শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  2. 2

    অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ ওটস্ দেড় গ্লাস পরিমাণ জলে ফোটাতে হবে।

  3. 3

    ওটসের মিশ্রণটা একটু ঘন হলে তাতে সেদ্ধ সবজি ও চিকেনগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু ফুটিয়ে তাতে স্বাদমতো লবণ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    বাটিতে ঢেলে পরিবেশন করুন গরম গরম হেলদি চিকেন স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা
আমি রান্না করতে ভালোবাসি । নতুন নতুন রান্না শিখতে ভালো লাগে । লোককে খাওয়াতে ও নিজে খেতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes