ডিম চচ্চড়ি

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

এগ রেসিপি

ডিম চচ্চড়ি

এগ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পচিশ মিনিট
দুইজন
  1. 2টি ডিম সেদ্ধ করে হাফ করে নিতে হবে
  2. 2টেবিল চামচ বেসন
  3. স্বাদমতো নুন ও চিনি
  4. 1টিপেঁয়াজ কুচি করা
  5. 1টেবিল চামচ সর্ষে বাটা
  6. 2চা-চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. 1চা চামচ হলুদ গুঁড়ো
  8. 2চা-চামচ লঙ্কা গুঁড়ো
  9. 1/2 কাপতেল

রান্নার নির্দেশ সমূহ

পচিশ মিনিট
  1. 1

    ব্যাসন নুন ও পরিমাণমতো জল দিয়ে গুলে নিতে হবে।

  2. 2

    ডিম গুলো বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।একটু লালচে হলে সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিতে হবে।

  4. 4

    হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে নাড়তে হবে।

  5. 5

    একটু জল দিতে হবে, নুন ও চিনি দিতে হবে। ফুটলে ডিমগুলো দিতে হবে।

  6. 6

    মাখা মাখা করে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes