পটেটো বলস

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

# বাচ্চাদের টিফিন
খুব সহজে এবং অল্প সময়ে এই মুখরোচক টিফিনটি বাচ্চাদের খুব প্রিয়।

পটেটো বলস

# বাচ্চাদের টিফিন
খুব সহজে এবং অল্প সময়ে এই মুখরোচক টিফিনটি বাচ্চাদের খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ জনের জন্য
  1. ৩ টি বড় আলু
  2. ১/২ চা চামচ নুন
  3. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. ১/২ চা চামচ অরিগ্যানো
  5. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  6. ১ টা ডিমের হলুদ অংশ
  7. ১/২ চা চামচ মাখন
  8. ১/২ চা চামচ চাট মশলা
  9. ৫০ গ্রাম বিস্কুটের গুঁড়ো
  10. ৪ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু টুকরো করে কেটে তার মধ্যে নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    আলু সেদ্ধ হবার পর ভালো করে চটকে মেখে নিতে হবে। এরপর ওর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, মাখন, ডিমের হলুদ অংশ, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো মিশিয়ে আর একবার ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর আলুমাখা থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।

  4. 4

    এরপর একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিয়ে নুন ও গোলমরিচ মিশিয়ে নিতে হবে। আর একটা অন্য পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিতে হবে। এরপর বল গুলো প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে হবে।

  5. 5

    তৈরি হয়ে গেল পটেটো বলস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes