পটলের দোলমা

Rimpi Pal
Rimpi Pal @cook_17080570
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5_6 জন
  1. ১টি গোটা নারকেল - কোড়ানো
  2. ৫০০ গ্রামছানা
  3. ৭/৮ টাপটল
  4. ৩/৪ ইঞ্চিআদা-
  5. ১ টাটমেটো
  6. ১ টেবিল চামচ + ১ চা চামচজিরে
  7. পরিমাণ মতসাদা তেল
  8. পরিমাণ মতনুন
  9. পরিমাণ মতোচিনি
  10. সামান্যঘি
  11. সামান্যগরম মশলা গুঁড়ো
  12. ১টিশুকনো লঙ্কা
  13. ২ টোতেজপাতা
  14. ৭/৮ টিকাঁচা লঙ্কা
  15. পরিমাণ মতোহলুদ
  16. ১চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  17. সামান্যআটা মাখা
  18. ১টিআলু - ডুমো ডুমো করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    নারকেল টা কুড়িয়ে নিতে হবে।

  2. 2

    দুধ টা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    পটল গুলোর গা টা ছুরির পেছনের দিকে হালকা করে ঘষে নিয়ে একটা দিক দিয়ে বীজ গুলো বের করে নিতে হবে ।

  4. 4

    এবার নারকেল কোড়া, ছানা ও পটলের বীজ গুলো নুন হলুদ ওচিনি দিয়ে ভেজে পুর বানিয়ে নিতে হবে। ও জিরে টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে নিতে হবে ।

  5. 5

    পটলের ভেতর পুর ভরে নিতে হবে চেপে চেপে। তার পর অল্প অল্প আটা দিয়ে পটলের মুখ চেপে আটকে দিতে হবে । বাকি পুর টা রেখে দিতে হবে ।

  6. 6

    কড়াতে তেল দিয়ে পটল গুলো কম আঁচে ভেজে নিতে হবে ও একটা পাত্র তে তুলে রাখতে হবে ।

  7. 7

    বাকি তেল এ আর একটু তেল ও একটু ঘি মিশিয়ে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আলু গুলো ভাজতে হবে ।

  8. 8

    এবার ওর সাথে জিরে টমেটোর বাটা মশলা টা মেশাতে হবে। এবার নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি মেশাতে হবে ও কষাতে হবে কম আঁচে ঢাকা দিয়ে ।

  9. 9

    কষে এলে কিছুটা জল মেশাতে হবে । এবার জল ফুটে উঠলে পটল গুলো এক এক করে ওতে ছাড়তে হবে । আর ও 2/3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ।

  10. 10

    এবার ঢাকা খুলে পুর টা কিছুটা মেশাতে হবে গ্রেভিতে। আর কিছু টা ঘি ও 1 চা চামচ গরম মশলা মিশিয়ে বাকি পুরটা ওপর থেকে ছিটিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছু ক্ষণ রেখে দিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rimpi Pal
Rimpi Pal @cook_17080570

মন্তব্যগুলি

Similar Recipes