কড়াইশুটির ঘুগনী

Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @cook_11754458

কড়াইশুটির ঘুগনী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 সারভিংস
  1. 300 গ্রামসেদ্ধ কড়াইশুটি
  2. 2 টো আলু সামান্য লবন দিয়ে সেদ্ধ করা
  3. 2 টো পেঁয়াজ বাটা
  4. 1 চা চামচ আদা বাটা
  5. 2 চা চামচ রসুন বাটা
  6. 1/2 কাপটমেটো বাটা
  7. 5-6 টি কাঁচা লঙ্কা বাটা
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1 চা চামচ লঙ্কা গুড়ো
  10. 1/2 চা চামচ আমচুর গুঁড়ো
  11. স্বাদ অনুসারে লবন ও চিনি
  12. 2 টি রান্নার তেল
  13. 1/2 চা চামচ সাজিরে

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল গরম হলে সাজিরে ফোড়ন দিন। পেঁয়াজ আদা রসুন ও সামান্য লবন দিয়ে কম আঁচে কষান। কাঁচা গন্ধ বেরোনো বন্ধ হলে টমেটো ও কাঁচালন্কা বাটা হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কষান।

  2. 2

    মশলা কষানোর শেষ দিকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমচুর গুড়ো দিয়ে নাড়িয়ে সেদ্ধ কড়াইশুটি দিতে হবে। রান্না টা ঘন করার জন্য সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙ্গে ঘুগনীর মধ্যে মিশিয়ে দিতে হবে। চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নাভিয়ে নিন। রুটির সাথে খেতে এই ঘুগনী খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @cook_11754458

মন্তব্যগুলি

Similar Recipes