পটলের দোলমা(Potoler Dolma Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ebooko6
#week11
এই সপ্তাহে মিষ্ট্রি বক্স থেকে পটোলের দোলমা বেছে নিলাম, নিরামিষ দিনে এই রান্না টি দিয়ে পুরো ভাত ই খাওয়া যায়।

পটলের দোলমা(Potoler Dolma Recipe in Bengali)

#ebooko6
#week11
এই সপ্তাহে মিষ্ট্রি বক্স থেকে পটোলের দোলমা বেছে নিলাম, নিরামিষ দিনে এই রান্না টি দিয়ে পুরো ভাত ই খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জন
  1. ৭টি পটল
  2. ৪টেবিল চামচপুরের জন্য ছানা
  3. ২ চা চামচগুঁড়ো দুধ
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. ৪টেবিল চামচ দুধ
  6. ১/৪চা চামচ লঙ্কার গুঁড়ো
  7. ১/৪চা চামচ কালোজিরা
  8. ২ টেবিল চামচ কাজু ও কিসমিস কুচি
  9. ১টেবিল চামচ ঘি
  10. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  11. ১ +১ +১/২চা চামচএকটি পেষ্ট জিরে + ধনে + হলুদ গুঁড়ো
  12. ১/২ +১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো , লঙ্কা বাটা
  13. ৮টি কাজু
  14. ১/৪কাপ টকদই
  15. প্রয়োজন মতসর্ষের তেল
  16. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  17. ১ চা চামচ ঘি
  18. ১/২ চা চামচ জিরে
  19. প্রয়োজন মত গোটা গরম মশলা
  20. ১ টাতেজপাতা
  21. ১ টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে পটোল খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে চিড়ে ভেতরের বীজ বার করে নিতে হবে।এবার দানা গুলো বাদ দিয়ে নরম অংশ রেখে দেবো, কড়াইয়ে ঘি দিয়ে ছানা, গুড়ো দুধ ও উপরোক্ত পুরের মশলা ও পটোলের ভেতরের অংশ সব মিশিয়ে নাড়িয়ে পুর করে নেবো।

  2. 2

    এবার পুর ঠান্ডা হলে পটোলের মধ্যে অল্প অল্প করে ভরে নেবো। এবার কড়াইয়ে তেল গরম হলে পটোল গুলি নুন ও হলুদ ছড়িয়ে ঢাকা দিয়ে অল্প আচে বেশ কিছু ক্ষন ধরে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেবো।

  3. 3

    এবার ঐ কড়াইয়ে ৩চামচ মতো তেল দিয়ে জিরে, গোটা গরমমশলা,তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে মশলার পেষ্ট দিয়ে ভালো করে কযিয়ে নিয়ে দই ও কাজুর পেষ্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন,চিনি দিয়ে ও জল দিয়ে ফুটতে দিতে হবে, ভালো করে ফুটে উঠলে ভাজা পটোল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  4. 4

    ঝোল বেশ ঘন ও পটোল সেদ্ধ হয়ে এলে গরমমশলা ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।এবার প্লেটে ঢেলে লঙ্কা দিয়ে সাজিয়ে যে কোন রাইস,লুচি বা পরোটার সঙ্গে ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

মন্তব্যগুলি (12)

Similar Recipes