রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।
১/২ কাপ ব্রোকলি, ১/২ কাপ মটরশুঁটি, পরিমাণ মত পুদিনা পাতা, ৪-৫ কোয়া রসুন, ১ টামাঝারি পেঁয়াজ কাটা, ১.৫ কাপ ব্রথ, স্বাদ মত লবণ, স্বাদ মত গোলমরিচ গুঁড়ো, ২টেবিল চামচ মাখন
তৈরী করতে-১০ মি, রাঁধতে-৩০ মি
২-৩
Madhumita Bishnu
রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।
রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।
ছোট টুকরো করে কেটে সেদ্ধ করা আলু, ছোট ছোট করে কাটা ব্রকোলি সেদ্ধ, ময়দা, কড়াইশুঁটি,বাদাম,ভেজানো ছোলা সেদ্ধ করা, আদাবাটা, শুকনো খোলায় ভেজে গুড়ো করে নেওয়া ধনে ও লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো , পাঁচ ফোড়ন, নুন চিনি , কসুরি মেথি, সাদা তেল
20মিনিট
7জন
Tutul Sar
রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।
রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।
রান্না করা বাসমতী চাল, চিংড়ি মাছ, গোটা পেঁয়াজ আর আধখানা পেঁয়াজ কুচি করা, রসুন কুচি, ব্রকোলি ছোট টুকরো করে কাটা, ক্যাপসিকাম ছোট টুকরো করে কাটা, হলুদ বেল পেপার ছোট টুকরো করে কাটা, লাল বেল পেপার ছোট টুকরো করে কাটা, কমলা বেল পেপার ছোট টুকরো করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো
১ ঘন্টা
৪ জনের জন্য
Oindrila Majumdar
রেসিপিটি সংরক্ষণ করুন এবং পরে ব্যবহারের জন্য রাখুন ।