আম-ডাল(aam dal recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#গ্রীষ্মকালের রেসিপি
বেশ গরম পরে গ্যাছে। এই সময় যাতে আমাদের লু না লাগে তারজন্য টক জাতীয় জিনিষ খেতে বলা হয়। আর মরশুম ও আমাদের শরীরের যথেষ্ট খেয়াল রাখে। দেখো না গ্রীষ্মকালে আম অনায়াসে বাজারে পাওয়া যায়। এজন্যে আমিও গ্রীষ্মকালীন একটি রেসিপি শেয়ার করবো।

আম-ডাল(aam dal recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি
বেশ গরম পরে গ্যাছে। এই সময় যাতে আমাদের লু না লাগে তারজন্য টক জাতীয় জিনিষ খেতে বলা হয়। আর মরশুম ও আমাদের শরীরের যথেষ্ট খেয়াল রাখে। দেখো না গ্রীষ্মকালে আম অনায়াসে বাজারে পাওয়া যায়। এজন্যে আমিও গ্রীষ্মকালীন একটি রেসিপি শেয়ার করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের
  1. ১ টাকাঁচা আম মাঝারি সাইজের
  2. ১/২ কাপমুসুর ডাল
  3. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  4. ১ টিশুকনো লঙ্কা (বেশী ঝাল খেলে ২ থেকে ৩ টি নিতে পারা যাবে)
  5. ১ টেবিল চামচপাঁচফোড়ন
  6. ১ টেবিল চামচসরষে তেল
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ২ কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ডাল ধুয়ে এক কাপ জল দিয়ে প্রেসার কুকারে ২ টি সিটি দিয়ে সিদ্ধ করলাম। ডাল সিদ্ধ প্রেসার কুকারে দিয়ে ততক্ষণ আম ছিলে ধুয়ে নুন হলুদ মেখে এক কাপ জল দিয়ে ১ টি সিটি দিতে হবে ও সঙ্গে সঙ্গে প্রেসার বের করে প্রেসার কুকারের ঢাকনা খুলে দিতে হবে। এবার আম ডাল মিশিয়ে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে গ্যাস বন্ধ করতে হবে।

  3. 3

    আমডাল এর মিশ্রণে ফোড়ন দিয়ে সার্ভ করতে হবে সাদা ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes